কলকাতা

অপচয় বন্ধে বেআইনি জল সংযোগের বিরুদ্ধে পদক্ষেপ প্রশাসনের

সংবাদদাতা, উলুবেড়িয়া: মঙ্গলবার নবান্নে পানীয় জলের অপচয় নিয়ে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর বিরুদ্ধে জেলা ও পুলিস প্রশাসনকে আরও সক্রিয়া হওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরেই এই ব্যাপারে কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নিল উলুবেড়িয়া পুরসভা।
বৃহস্পতিবার উলুবেড়িয়া পুরসভায় এক সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান অভয় দাস ও ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান জানান, পানীয় জলের অপচয় বন্ধের পাশাপাশি বেআইনি জল সংযোগের বিরুদ্ধে অভিযানে নামবে পুরসভা। পুরসভার কর্মীরা মেশিন নিয়ে অভিযানে যাবেন। যদি কোথাও দেখা যায় যে পানীয় জলের অপচয় হচ্ছে বা বেআইনিভাবে পানীয় জলের সংযোগ নেওয়া হয়েছে বা জলের লাইনে পাম্প মেশিন লাগিয়ে জল নেওয়া হচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গেই সেই জলের লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। সেই সঙ্গে ওই উপভোক্তাকে জরিমানা করা হবে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। 
প্রসঙ্গত, বাড়ি বাড়ি জল সরবরাহের জন্য উলুবেড়িয়া পুরসভার ২৪ নং ওয়ার্ডে একটি জল প্রকল্প আছে। এখান থেকে নদীর জল পরিশোধন করে বাড়ি বাড়ি সরবরাহ করা হয়। পুরসভার এই জল বিভিন্ন ওভারহেড রিজার্ভারের মাধ্যমে সকাল, দুপুর ও বিকেলে সরবরাহ করা হয়। যদিও চেঙ্গাইল, বাউড়িয়া ও লতিবপুর এলাকায় এখনও কিছু জায়গায় জলের সমস্যা আছে। এবার এই এলাকাগুলিতে বাড়ি বাড়ি জল সরবরাহ করতে বিশেষ উদ্যোগ নিচ্ছে পুরসভা।
উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর, আম্রুত প্রকল্পে এইসব এলাকায় প্রায় ৫২ কিলোমিটার পাইপলাইন পাতা হবে। এছাড়া পুরসভার ৬, ১০ এবং ৩১ নম্বর ওয়ার্ডে তিনটি ওভারহেড রিজার্ভার নির্মাণ করা ছাড়াও ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে দু’টি আন্ডারগ্রাউন্ড রিজার্ভারও তৈরি করা হবে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৭৯.৮ কোটি টাকা। পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান জানান, পুরসভা এলাকার ৯০ শতাংশ নাগরিকের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। বাকি ১০ শতাংশ মানুষের বাড়িতেও আগামী ৬/৮ মাসের মধ্যে তা পৌঁছে দেওয়া হবে। রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়ের পরামর্শ অনুসারে পুরসভা এই কাজ করছে। এর আগে আমরা জল অপচয় বন্ধ করতে রাস্তার পাশে থাকা স্ট্যান্ড পোস্ট তুলে দিয়েছিলাম। সেই রকম এবার জল অপচয় বন্ধে অভিযানে নামা হবে।
5h 5m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ। জরুরি কাজকর্ম সর্বপ্রথম করে ফেলার চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৩ টাকা৮৫.৩৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯০ টাকা
ইউরো৮৭.৫১ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা