কলকাতা

পাচারকারীর থেকেই সোনা ছিনতাইয়ের চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, বারাসত: পুলিস পরিচয় দিয়ে পাচারকারীর কাছ থেকে সোনা ছিনতাইয়ের চেষ্টা করল দুষ্কৃতীরা। তবে তা সফল হয়নি। স্থানীয়দের তৎপরতায় পুলিসের হাতে ধড়া পড়ল পাচারকারী সহ তিনজন। ঘটনাটি অশোকনগরের। 
বুধবার রাতে বিভূতি বিশ্বাস নামে এক পাচারকারী সিগারেটের প্যাকেটে ছ’টি সোনার বিস্কুট লুকিয়ে নিয়ে এসেছিল দত্তপুকুরে। পুলিস পরিচয় দিয়ে তিন ব্যক্তি তাকে গাড়িতে তুলে নিয়ে যায় অশোকনগরের দোগাছিয়ায়। বিভূতিকে গাড়ি থেকে নামিয়ে বিস্কুট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেই ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। বিষয়টি নজরে এলে বিভূতি সহ দুই দুষ্কৃতীকে আটকে রাখে স্থানীয়রা। তৃতীয় ব্যক্তি গাড়ি চালিয়ে পালিয়ে যায়। অশোকনগর থানার পুলিস এসে তিনজনকে জিজ্ঞাসা করতেই বিষয়টি প্রকাশ্যে আসে। পুলিস তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে গ্রেপ্তার করা হয়। ধৃতেরা হল বিভূতি বিশ্বাস, শুভঙ্কর হালদার ও রাজেশ ঠাকুর। বিভূতির কাছ থেকে ছ’টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। যার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা। বৃহস্পতিবার বারাসত আদালতে তোলা হলে প্রত্যেককে পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
সূত্রের খবর, বনগাঁর গোপালগঞ্জের বাসিন্দা বিভূতি সোনার বিস্কুট নিয়ে দত্তপুকুরে আসে। রাত দশটা নাগাদ দুষ্কৃতীরা একটি গাড়িতে চেপে সেখানে পৌঁছয়। গাড়ি থেকে তিনজন নেমে নিজেদের দত্তপুকুর থানার পুলিস পরিচয় দিয়ে বিভূতিকে তুলে নিয়ে আসে অশোকনগরের দোগাছিয়ায়। গাড়ি থেকে তিনজন নেমেই নিজেদের মধ্যে কথাকাটাকাটি ও ধস্তাধস্তি শুরু করে। তাদের দেখে সন্দেহ হয় স্থানীয় ক্লাবের সদস্যদের। তাঁরা এগিয়ে যেতেই একজন গাড়ি নিয়ে চম্পট দেয়। অসংলগ্ন কথাবার্তা শুনে বাকি তিনজনকে আটকে রেখে খবর দেওয়া হয় অশোকনগর থানায়। পুলিস তিনজনকে আটক করে। পরে গ্রেপ্তার করা হয়।
স্বরূপনগরের বাসিন্দা ধৃত শুভঙ্কর হালদারের কাছ থেকে একটি পাইপগান এবং এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। রাজেশের কাছ থেকে উদ্ধার হয়েছে ছুরি। পুলিস জানতে পেরেছে, শুভঙ্কর ও রাজেশ পুলিস পরিচয় দিয়েই গাড়িতে তুলে নিয়ে বিভূতির কাছ থেকে বিস্কুট ছিনতাইয়ের চেষ্টা করেছিল। 
হাবড়ার এসডিপিও প্রসেনজিৎ দাস বলেন, বিভূতি সোনার বিস্কুটের জন্য কোনও কাগজ দেখাতে পারেননি। সেগুলি পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালাচ্ছে অশোকনগর থানার পুলিস। 
5h 5m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ। জরুরি কাজকর্ম সর্বপ্রথম করে ফেলার চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৩ টাকা৮৫.৩৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯০ টাকা
ইউরো৮৭.৫১ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা