খেলা

ব্রুজোঁর অস্ত্র আক্রমণাত্মক ফুটবল

অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: অনুশীলন তখন শেষের পথে। বাঁ প্রান্ত থেকে একের পর এক সেন্টার তুলে চলেছেন পিভি বিষ্ণু। আবার কখনও ইনসাইড কাটে নিজেই গোলে শট নেওয়ার চেষ্টা করলেন। কলকাতা লিগে অন্যতম আবিষ্কার এই কেরালাইট ফুটবলার। সেই সুবাদে জায়গা করে নেন সিনিয়র দলে। তবে বেশিরভাগ ক্ষেত্রে পরিবর্ত হিসেবেই তাঁকে ব্যবহার করেছিলেন প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাত। শুক্রবার নর্থইস্ট বধের লক্ষ্যে অস্কার ব্রুজোঁর অন্যতম ভরসা হতে চলেছেন এই তরুণ উইঙ্গার। কারণ উত্তর-পূর্বের দলটির মূল শক্তি হল প্রান্তিক আক্রমণ। দুই চ্যানেল কাজে লাগিয়ে একের পর এক আক্রমণ শানাতে থাকেন জিতিন-আলেদাইনরা। ইস্ট বেঙ্গল কোচের লক্ষ্য কাঁটা দিতে কাঁটা তোলা। তাই নন্দ-মহেশদের অনুপস্থিতিতে বিষ্ণু আর জিকসনেই ভরসা রাখছেন লাল-হলুদ কোচ। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও শুক্রবার এই মণিপুরি ফুটবলারকে উইং-হাফ হিসেবেই ব্যবহার করতে চলেছেন ব্রুজোঁ। একটাই লক্ষ্য, আলেদাইনের গতিতে লাগাম টানা। চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছেন নর্থইস্টের ফুটবলারটি। ৯ ম্যাচে এখনও পর্যন্ত টুর্নামেন্টে সর্বাধিক ১১বার প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন তিনি। তাই শুক্রবার আলেদাইনকে শান্ত রাখাই চ্যালেঞ্জ ইস্ট বেঙ্গল কোচ অস্কারের।
চলতি মরশুমে আইএসএলে এখনও জয়ের খাতা খোলেনি ইস্ট বেঙ্গল। সাত ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার শেষে লাল-হলুদ ব্রিগেড। কোচ অস্কারের প্রশিক্ষণে  অবশ্য শেষ চার ম্যাচে অপরাজিত তারা। এর মধ্যে এএফসি চ্যালেঞ্জ লিগে জোড়া জয়ের স্বাদ পেয়েছিলেন তালালরা। গত ম্যাচে মহমেডানের বিরুদ্ধে ৯ জনে লড়েও এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন তাঁরা। তবে সুপার সিক্সের দৌড়ে টিকে থাকতে হলে শুক্রবার জয়ে ফিরতেই হবে লাল-হলুদ ব্রিগেডকে। তার জন্য শুরু থেকেই আক্রমণে ঝড় তোলাই লক্ষ্য কোচ ব্রুজোঁর। এই ছকেই ভুটানে সফল হয়েছিল ইস্ট বেঙ্গল। এবার ঘরের মাঠেও সেই স্ট্র্যাটেজিতেই আইএসএলে প্রথম জয় তুলে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী লাল-হলুদ স্প্যানিশ কোচ। তাঁর কথায়, ‘শুরুতে গোল করে প্রতিপক্ষকে চাপে ফেলাই নর্থইস্টের রণকৌশল। একটি দল আক্রমণে এলে তার রক্ষণে ফাঁক তৈরি হয়। তাই আমাদের সেই সুযোগ কাজে লাগাতে হবে। নক-আউটের দৌড়ে টিকে থাকতে হলে এক পয়েন্টে সন্তুষ্ট হওয়ার জায়গা নেই। আর জিততে হলে গোল করতে হবে।’ আলেদাইন প্রসঙ্গে লাল-হলুদ কোচের বক্তব্য, ‘ওর জন্য থাকবে জোনাল মার্কিং। তবে দেখতে হবে যাতে বল না পায়।’
বুধবার অনুশীলনে গরহাজির ছিলেন হেক্টর। তবে বৃহস্পতিবার দলের সঙ্গে পুরোদমে নর্থইস্ট ম্যাচের প্রস্তুতি সারলেন এই স্প্যানিশ ডিফেন্ডার। শুক্রবার রক্ষণে তাঁর সঙ্গে আনোয়ারকে রেখেই দল সাজাবেন কোচ অস্কার। দুই উইং-ব্যাকে লালচুংনুঙ্গা ও রাকিপ। মাঝমাঠে শৌভিক ও ক্রেসপো। আর দুই প্রান্তে বিষ্ণু আর জিকসন। লক্ষ্যভেদের দায়িত্ব থাকবে দিয়ামানতাকোস ও তালালের উপর। বিষ্ণু বলেন, ‘কোচের দেওয়া সুযোগ কাজে লাগাতে তৈরি।’ 
অন্যদিকে, জয়ের লক্ষ্যে কলকাতায় পা রেখেছে নর্থইস্ট। গত ম্যাচে লাল কার্ড দেখায় শুক্রবার দীনেশ সিংকে পাবেন না কোচ বেনালি। তাঁর কথায়, ‘পয়েন্ট টেবিলের নিরিখে ইস্ট বেঙ্গলকে বিচার করলে ভুল হবে। তবে আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।’
 ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে।  সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ। জরুরি কাজকর্ম সর্বপ্রথম করে ফেলার চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৩ টাকা৮৫.৩৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯০ টাকা
ইউরো৮৭.৫১ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা