দেশ

মন্ত্রিসভায় স্থান পাবেন কল্পনা?

রাঁচি: স্বামী জেলে থাকার সময় ঝাড়খণ্ডের রাজনীতিতে তাঁর উত্থান। সদ্য সমাপ্ত নির্বাচনে প্রচার থেকে রণকৌশল সবেতেই নজর কেড়েছেন দলীয় নেতৃত্বদের। হেমন্তের ঝাড়খণ্ডে স্ত্রী কল্পনাও যে ধীরে ধীরে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন তা আগেই টের পাওয়া গিয়েছিল। জয়ের পর কি রাজ্যের মন্ত্রিসভায় জায়গা হবে তাঁর? এনিয়েই দিনকয়েক ধরে জল্পনা চলছিল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন হেমন্ত। শপথানুষ্ঠানে মঞ্চে উজ্জ্বল মুখ ছিলেন হেমন্ত-পত্নী। কিন্তু তিনি কি মন্ত্রী হিসেবে শপথ নেবেন? সূত্রের খবর, সব ঠিক থাকলে মন্ত্রিসভায় থাকতে পারেন কল্পনা। এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
রাজনীতিতে নবীন হয়েও পদ্মশিবিরকে পরাস্ত করেছেন তাদের মস্করার পাত্রী ‘বাবলি’। বিধানসভা নির্বাচনে গান্দে আসনে বিজেপির মুনিয়া দেবীকে ১৭ হাজারেরও বেশি ভোটে হারিয়ে দিয়েছেন যোগ্য জবাব। তারপর থেকেই তাঁর মন্ত্রী হওয়া নিয়ে গুঞ্জন শুরু হয়। জানা গিয়েছে, হেমন্ত মন্ত্রিসভায় দুই মহিলাকে শামিল করা হবে। এক্ষেত্রে এলাকাভিত্তিক আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে জেএমএম ও কংগ্রেস থেকে দুই জনপ্রিয় মুখকে বেছে নেওয়া হতে পারে। সেই সূত্রেই জেএমএম থেকে কল্পনার নাম প্রস্তাব হতে পারে বলে খবর। এখন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে সবাই। ঝাড়খণ্ড রাজনীতির এই বহু চর্চিত দম্পতির সম্পতির পরিমাণও নজর কাড়বে। মুখ্যমন্ত্রী হেমন্তের কাছে রয়েছে একাধিক হীরের গয়না, বিলাসবহুল বাংলো, চারটি গাড়ি। সবমিলিয়ে মোট সম্পতির পরিমাণ প্রায় ২৫ কোটি ৩৩ লক্ষ টাকা। শেয়ার বাজারেও প্রায় ৬৬ লক্ষ টাকার লগ্নি করেছেন তিনি। কল্পনার কাছে নগদ দুই লক্ষ পাঁচ হাজার টাকার পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে এক কোটিরও বেশি অর্থ। রয়েছে কোটি টাকার জমি-জায়গাও।
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ। জরুরি কাজকর্ম সর্বপ্রথম করে ফেলার চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৩ টাকা৮৫.৩৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯০ টাকা
ইউরো৮৭.৫১ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা