দেশ

সংসদে অচলাবস্থা কাটাতে উদ্যোগী তৃণমূল, সংবিধান নিয়ে চর্চার প্রস্তাব

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দুর্নীতিকে প্রশয় দিচ্ছে মোদি সরকার। এমনই অভিযোগে সংসদে সরব বিরোধীরা। সঙ্গে প্রতিবাদ উত্তরপ্রদেশের সম্ভল, মণিপুর ইস্যুর। তাই গত সোমবার থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হলেও জারি অচলাবস্থা। রোজই সভা বসছে, আর মুলতুবি হয়ে যাচ্ছে। তাই এই জট কাটাতে উদ্যোগ নিল তৃণমূল। তারা চায় সংসদ চলুক। আলোচনা হোক। আর সেখানেই কোণঠাসা করা হোক বিজেপিকে। 
সেই মতো সংবিধান গ্রহণের ৭৫ তম বর্ষ পালনকে মাাথায় রেখে সংসদে দু’দিনের আলোচনা চেয়েছে তৃণমূল। পাশে কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, আপও। বৃহস্পতিবার এ ব্যাপারে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেছেন তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি অনুরোধ করেছেন সংবিধান নিয়ে আলোচনার। যে প্রস্তাব মনঃপুত হয়েছে ওম বিড়লার। আশ্বাস দিয়েছেন আলোচনার। সরকারেরও এ ব্যাপারে আপত্তি নেই বলেই খবর। 
মোদি সরকার মনে করছে, সংবিধান নিয়ে ওই চর্চার মাধ্যমে সংসদে অধিবেশনের অচলাবস্থা কেটে যাবে। শান্ত হয়ে যাবে বিরোধীরা। আর এদিকে, বিরোধীরাও তৈরি হচ্ছে ওই আলোচনাতেই সরকারকে সমালোচনার শূলে চড়াতে। কারণ, ২০১৪ সালে মোদি ক্ষমতায় আসার পর থেকেই সংবিধানের উপর আঘাত আসছে বলে মনে করে বিরোধীরা। লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও আলোচনা হবে সংবিধান নিয়ে। 
দলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনকে পাশে দিয়ে এদিন সুদীপবাবু বলেন, আমরা চাই বাংলাকে কেন্দ্রের বঞ্চনার ইস্যুতে সরব হতে। সংসদ রোজ রোজ অচল হয়ে যাওয়ায় তা হচ্ছে না। তাই সংবিধান নিয়ে চর্চা হলে ১০০ দিন, বাংলার বাড়ির বকেয়া নিয়ে সরব হবে তৃণমূল। একইভাবে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, সার সমস্যার মতো সাধারণ মানুষের ইস্যুতেও পুরো শীতকালীন অধিবেশনে সরকারের জবাবদিহি চাওয়া হবে। সুদীপবাবু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এবার সংসদে আমাদের ফোকাস বাংলা। তিনি বলেন, আদানি ইস্যুতে কংগ্রেস যে আলোচনা চাইছে, তাও হোক। সরকার কেনই বা মানছে না?
5h 5m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ। জরুরি কাজকর্ম সর্বপ্রথম করে ফেলার চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৩ টাকা৮৫.৩৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯০ টাকা
ইউরো৮৭.৫১ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা