দেশ

গুজরাতে ৬ হাজার কোটির চিটফান্ড কেলেঙ্কারি, বেপাত্তা বিজেপি নেতা

আমেদাবাদ: এবার মোদি-শাহের রাজ্যের চিটফান্ডের পর্দাফাঁস। আমানতের উপর আকাশছোঁয়া ৩৬ শতাংশ সুদের টোপ দিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই আর্থিক দুর্নীতির অঙ্ক ৬ হাজার কোটি ছাড়িয়েছে। এর পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা। তদন্ত শুরু হতেই গা ঢাকা দিয়েছেন প্রতারণা কাণ্ডে মূল অভিযুক্ত ভূপেন্দ্রসিং জালা। তিনি বিজেপি নেতা বলে খবর। তাঁকে গ্রেপ্তার করতে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে সিআইডি।
পুলিস সূত্রে খবর, ইতিমধ্যে ওই পনজি স্কিমের এক এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, গুজরাতের বিভিন্ন জেলায় হানা দিয়ে নগদ ১৬ লক্ষ ৩৭ হাজার টাকা, তিনটি ল্যাপটপ, ১১টি মোবাইল, রাবার স্ট্যাম্প, বেশ কিছু নথিপত্র ও প্যানকার্ড বাজেয়াপ্ত হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই গুজরাতের বিজেপি সরকারের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, চার বছর ধরে এই প্রতারণা চালিয়েছেন জালা। কাজেই প্রশ্ন উঠছে, প্রশাসনকে অন্ধকারে রেখে কীভাবে এতবড় দুর্নীতির পাহাড় গড়ে তুললেন অভিযুক্ত? পুলিস ঘূণাক্ষরেও কিছু টের পেল না? নাকি শাসক দল বিজেপির ঘনিষ্ঠ হওয়ায় অভিযুক্তর বেআইনি কাজ নিয়ে চোখ বুজে ছিল প্রশাসন? তাছাড়া, রাজ্যে রাজ্যে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু, নিজদের রাজ্যের এই পনজি স্কিম নিয়েও কী তাঁরা সোচ্চার হবেন?
 অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অব পুলিস (সিআইডি ক্রাইম ও রেলওয়েজ) রাজকুমার পান্ডিয়ান জানিয়েছেন, আকাশছোঁয়া রিটার্নের প্রলোভন দেখিয়ে বাজার থেকে ৬ হাজার কোটি টাকা তুলেছেন জালা। আমানতের উপর প্রতিমাসে ৩ শতাংশ অথবা বার্ষিক ৩৬ শতাংশ সুদের টোপ দিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, সম্প্রতি জালার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে। তার ভিত্তিতে মাসখানেক আগে থেকেই অভিযুক্তের কাজকর্মের উপর নজরদারি শুরু করে সিআইডি। এক তদন্তকারী আধিকারিকের কথায়, জালা নিজেকে ‘বি জেড গ্রুপে’র সিইও বলে পরিচয় দিত। আরবিআইয়ের কোনও অনুমোদন ওই সংস্থার ছিল না। আমানতকারীদের আস্থা অর্জনে প্রথম প্রথম প্রতিশ্রুতিমতো রিটার্ন দিত জালার সংস্থা। শুধু তাই নয়, মিলত টিভি, মোবাইলের মতো উপহার, গোয়ায় বেড়াতে যাওয়ার সুযোগও। কমিশনের ভিত্তিতে বিভিন্ন এলাকায় এজেন্টও নিয়োগ করেছিলেন অভিযুক্ত। ইতিমধ্যেই মূল অভিযুক্ত ও তার সহযোগীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এক পদস্থ পুলিস আধিকারিক জানিয়েছেন, তদন্ত শুরু হতেই মোবাইল বন্ধ করে গা ঢাকা দিয়েছেন জালা। তাঁর দু’টি ব্যাঙ্ক আক্যাউন্টে ১৭৫ কোটি টাকা লেনদেনের প্রমাণ মিলেছে। যদিও জালার বিজেপি যোগ নিয়ে গেরুয়া শিবিরের তরফে কোনও উচ্চবাচ্য করা হচ্ছে না। 
5h 5m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ। জরুরি কাজকর্ম সর্বপ্রথম করে ফেলার চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৩ টাকা৮৫.৩৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯০ টাকা
ইউরো৮৭.৫১ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা