দেশ

বাংলাদেশে অশান্তি নিয়ে উদ্বিগ্ন ভারত, উচ্চ পর্যায়ের বৈঠক, আজ সংসদে বিবৃতি

নয়াদিল্লি: সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বেড়েই চলেছে পদ্মাপারে। একইসঙ্গে বাড়ছে ভারত-বিদ্বেষ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বুয়েট) মূল ফটকের একদিকে রাস্তায় আঁকা হয়েছে ভারতের পতাকা। তার উপর দিয়ে পড়ুয়াদের হেঁটে যাওয়ার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শুধু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেপ্তার নয়, ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে মামলা পর্যন্ত দায়ের হয়েছে বাংলাদেশের হাইকোর্টে। বৃহস্পতিবার সেই আর্জি খারিজ হলেও হিন্দুদের উপর নির্যাতন কমার লক্ষণ চোখে পড়ছে না। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আরও একবার গভীর উদ্বেগ প্রকাশ করল ভারত সরকার। পড়শি দেশে হিন্দু সহ সংখ্যালঘুদের উপরে আক্রমণ ও মন্দির ভাঙার তীব্র নিন্দা করে সংসদে বিবৃতি দিয়েছেন স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং। সেই প্রেক্ষিতেই এদিন দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আজ, শুক্রবার তিনিও সংসদে বিবৃতি দিতে পারেন বলে সূত্রের খবর।
এই ইস্যুতে এদিন আরও একবার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় তিনি বলেন, ‘বাংলাদেশ নিয়ে কথা বলার এক্তিয়ার নেই আমাদের, এটা দেশের ব্যাপার। কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে, রাজ্য তার সঙ্গে একমত।’
নিজের দেশের এই দুঃসময়ে মুখ খুলেছেন দিল্লিতে ‘রাজনৈতিক আশ্রয়’ নেওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। অবিলম্বে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানিয়েছেন। এদিন আওয়ামি লিগের ‘এক্স’ হ্যান্ডলে তাঁর বিবৃতি প্রকাশিত হয়। হাসিনা বলেছেন, ‘সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে তাঁকে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জীবন-সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’ যদিও এদিন ইসকনকে নিষিদ্ধ করার আর্জি হাইকোর্টে খারিজ হতেই চিন্ময়কৃষ্ণের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে এই সংগঠন। ঢাকার স্বামীবাগে এক সাংবাদিক বৈঠকে বাংলাদেশ ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, ‘চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী ইসকনের কেউ নন। আগেই তাঁকে বহিষ্কার করা হয়েছে। তাঁর কোনও কাজের দায় ইসকন নেবে না।’
পদ্মাপারে অশান্তির আঁচ এসে পড়েছে কলকাতার রাজপথে। সেদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে এদিন দুপুরে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অভিযানের ডাক দিয়েছিল হিন্দু জাগরণ মঞ্চ। প্রায় ১,১০০-১,২০০ সমর্থক শিয়ালদহে জমায়েত হয়ে পার্ক সার্কাসের উদ্দেশে রওনা হন। বেকবাগান মোড়ে ব্যারিকেড ভেঙে পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। তার জেরে মাথা ফাটে কড়েয়া থানার এসআই কৃষ্ণেন্দু বিশ্বাসের। 
প্রতিবাদ মিছিলে অবরুদ্ধ শিয়ালদহ ফ্লাইওভার। বৃহস্পতিবার তোলা নিজস্ব চিত্র।
5h 5m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ। জরুরি কাজকর্ম সর্বপ্রথম করে ফেলার চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৩ টাকা৮৫.৩৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯০ টাকা
ইউরো৮৭.৫১ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা