দেশ

বান্ধবীকে খুনের পর দেহ ৫০ টুকরো করল যুবক, শ্রদ্ধা কাণ্ডের ছায়া এবার ঝাড়খণ্ডে

রাঁচি: রাজধানীর শ্রদ্ধা ওয়াকার কাণ্ডের ছায়া এবার এবার ঝাড়খণ্ডের খুঁটি জেলায়। লিভ-ইন-পার্টনারকে খুনের পর দেহ ৫০ টুকরো করে জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত নরেশ ভেঙ্গাকে (২৫) বুধবার গ্রেপ্তার করেছে পুলিস। ধৃত পেশায় মাংসের দোকানের কর্মী। বাড়ি ঝাড়খণ্ডেই।
গত ২৪ নভেম্বর ঝাড়খণ্ডের জোরদাগ গ্রামের কাছে একটি জঙ্গলে ওই মহিলার দেহাংশ উদ্ধার করা হয়। স্থানীয়রা দেখেন যে, মানুষের কাটা হাত ও দেহের অন্যান্য অংশ মুখে করে নিয়ে আসছে বেশ কয়েকটি কুকুর। তারপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিস। জানা যায়, দিন পনেরো আগে খুন করা হয়েছে ওই মহিলাকে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নরেশ এবং ২৪ বছর বয়সি ওই মহিলা গত কয়েক বছর ধরেই তামিলনাড়ুতে লিভ-ইন সম্পর্কে ছিলেন। সম্প্রতি নিজের গ্রামে ফিরে নরেশ বিয়ে করে। কিন্তু সেই বিষয়টি গোপন রাখে বান্ধবীর কাছে। তামিলনাড়ুতে ফিরে আগের মতোই ওই মহিলার সঙ্গে থাকতে শুরু করে। কিন্তু বান্ধবী বিয়ের জন্য চাপ দিতে শুরু করতেই বদলে যায় পরিস্থিতি। তাঁকে খুনের পরিকল্পনা করে নরেশ। খুন্তির পুলিস সুপার আমন কুমার জানান, গত ৮ নভেম্বর বান্ধবীকে ঝাড়খণ্ডে নিয়ে আসে ধৃত ব্যক্তি। তবে বাড়িতে না গিয়ে সোজা সে হাজির হয় জোরদাগ গ্রামের কাছে একটি জঙ্গলে। সেখানে মহিলাকে ধর্ষণের পর নাইলনের দড়ির সাহায্যে শ্বাসরোধ করে খুন করে নরেশ। তারপর তাঁর দেহ ৪০ থেকে ৫০ টুকরো করে জঙ্গলের নানা জায়গায় ছড়িয়ে দেয়। 
তদন্তকারী অফিসার অশোক সিং বলেন, পেশায় কসাই হওয়ায় অভিযুক্তের কাছে নানা ধরনের চপার ছিল। সেগুলি দিয়েই বান্ধবীর দেহ সে টুকরো টুকরো করে। তবে ঝাড়খণ্ডে রওনা দেওয়ার কথা মাকে জানিয়েছিলেন ওই মহিলা। মেয়ের খবর না পেয়ে তিনিও থানায় অভিযোগ করেন। তদন্তে নেমে গোটা বিষয় পুলিসের কাছে স্পষ্ট হয়ে যায়। নরেশ খুনের কথা স্বীকার করেছে। জানিয়েছে, বিবাহিত জীবনে যাতে কোনও সমস্যা না হয়, সেই জন্যই বান্ধবীকে খুনের এই পরিকল্পনা।
5h 5m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ। জরুরি কাজকর্ম সর্বপ্রথম করে ফেলার চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৩ টাকা৮৫.৩৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯০ টাকা
ইউরো৮৭.৫১ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা