দেশ

ভারতে ফেরানো হল লস্কর জঙ্গি সলমন রেহমান খানকে

নয়াদিল্লি (পিটিআই): জারি হয়েছিল ইন্টারপোলের রেড কর্নার নোটিস। তার ভিত্তিতে কুখ্যাত লস্কর-ই-তোইবা জঙ্গিকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দিল রোয়ান্ডা। সলমন রেহমান খান নামে ওই জঙ্গির প্রত্যর্পণ নিশ্চিত করতে পরস্পরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করেছে এনআইএ, সিবিআই এবং ইন্টারপোল। বৃহস্পতিবার সরকারি সূত্রে একথা জানানো হয়েছে।
এদিন গোয়েন্দা সংস্থা সূত্রে বলা হয়েছে, নিষিদ্ধ সংগঠন লস্করের সদস্য সলমন বেঙ্গালুরুতে জঙ্গি কাজকর্মে মদত দিতে অস্ত্রশস্ত্র ও বিস্ফোরকের জোগান দিয়েছিল। সিবিআইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, সন্ত্রাসবাদী কাজকর্মে জড়িত থাকার অপরাধে এনআইএর দায়ের করা মামলায় সলমন ওয়ান্টেড ছিল। 
বেঙ্গালুরুতে সন্ত্রাস ছড়ানোর ছক কষার অভিযোগে ২০২৩ সালে মামলা দায়ের করেছিল এনআইএ। বেঙ্গালুরুর হেব্বাল থানাতেও একটি এফআইআর দায়ের হয়েছিল। একটি পকসো মামলায় ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত সাজা হয়েছিল সলমনের। বেঙ্গালুরু সেন্ট্রাল জেলে থাকাকালীন সেখানে সন্ত্রাসের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জঙ্গি টি নাসিরের সঙ্গে পরিচয় হয় তার। জেলে নাসিরই মগজধোলাই দেয় সলমনের। জেল থেকে বেরিয়ে সন্ত্রাসবাদী কাজকর্মে জড়িয়ে পড়ে সে। অন্যান্য জঙ্গিদের অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক জোগান দিতে শুরু করে। অন্যদিকে জেল থেকে আদালতে পেশের সময় মাঝরাস্তা থেকে পালিয়ে যায় নাসির। পরে দেশ ছেড়ে বেরিয়ে যায়। এই জঙ্গি মডিউল গোয়েন্দাদের নজরে আসে। কিন্তু তার আগেই দেশ ছেড়ে পালায় সলমনও।
সন্ত্রাস দমন আইনে সলমনের বিরুদ্ধে চাজশিট পেশ করেছিল এনআইএ। আদালত তাকে ফেরার ঘোষণা করে। এরপর এনআইএর অনুরোধে এই লস্কর জঙ্গির বিরুদ্ধে ইন্টারপোল রেড কর্নার নোটিস জারির ব্যবস্থা করে সিবিআই। ২০২৪ সালের ২ আগস্ট সেই রেড কর্নার নোটিস জারি হয়। তার ভিত্তিতে রোয়ান্ডার নিরাপত্তা বাহিনী সলমনকে গ্রেপ্তার করে। এদিন সকালে তাকে ভারতে ফিরিয়ে আনা হল।
5h 5m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ। জরুরি কাজকর্ম সর্বপ্রথম করে ফেলার চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৩ টাকা৮৫.৩৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯০ টাকা
ইউরো৮৭.৫১ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা