খেলা

১৫ বছর পর রিয়াল-বধ লিভারপুলের

লিভারপুল: ২০০৮-০৯ চ্যাম্পিয়ন্স লিগ মরশুম! অ্যানফিল্ডে শেষ ষোলার দ্বিতীয় লেগে ফার্নান্দো তোরেস, স্টিভন জেরার্ডদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছিল রিয়াল মাদ্রিদ। ৪-০ ব্যবধানে ম্যাচটি জেতে দ্য রেডস। কিন্তু সেটাই শেষবার। পরের ১৫ বছরে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে জিততে পারেনি লিভারপুল। একটি ড্র ছাড়া বাকি সাতটি ম্যাচে হারের লজ্জা। পরাজয়ের তালিকায় শামিল দু’টি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালও। অবশেষে বুধবার অ্যানফিল্ডে সেই খরা কাটালেন মহম্মদ সালাহরা। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ২-০ স্বস্তির জয় আর্নে স্লটের দলের। স্কোরশিটে নাম তুলেছেন ম্যাক অ্যালিস্টার ও কডি গাকপো। টানা পাঁচ জয়ে ইউরোপের সেরা প্রতিযোগিতার পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে দ্য রেডস (১৫ পয়েন্ট)। আর ৫ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে রিয়াল ধুঁকছে ২৪ নম্বর স্থানে। 
১৫ বারের খেতাব জয়ী রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে বারবরই ভয়ঙ্কর। তবে লিভারপুলও ছ’বারের চ্যাম্পিয়ন। তাই বুধবার ঘরের মাঠে সালাহ-ডিয়াজরা জানান দিলেন, ‘হাম কিসিসে কম নেহি’। ম্যাচে বল গড়ানোর আগে থেকেই ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’ গানে গমগম করছিল অ্যানফিল্ড। আর সেই আমেজ বজায় থাকল পুরো ম্যাচেই। অবশ্য কিলিয়ান এমবাপে পেনাল্টি মিস না করলে ফল অন্যরকম হতেই পারত।
এদিন প্রথম মিনিট থেকেই খেলায় আধিপত্য বিস্তার করে স্লটের ছেলেরা। সে বল দখলের লড়াইয়ে হোক বা প্রতিপক্ষ গোলমুখী শটে। চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত হোম টিম। ডারউইন নুনেজের শট থিবো কুর্তোয়া ঠেকালেও পুরোপুরি বিপন্মুক্ত করতে ব্যর্থ। ফিরতি বল গোললাইন ক্লিয়ার করেন রাউল আসেন্সিও। এরপর ৩৩ মিনিটে ম্যাক অ্যালিস্টারের ক্রসে নুনেজের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ পর্যন্ত ৫২ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। ব্র্যাডলির সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে রিয়াল বক্সে ঢুকে দুরন্ত প্লেসমেন্টে জাল কাঁপান ম্যাক অ্যালিস্টার (১-০)। উল্লেখ্য, চোটগ্রস্ত ভিনিসিয়াস জুনিয়ারের অভাব এদিন ভালোমতোই টের পেল রিয়াল। ব্রাহিম ডিয়াজ, বেলিংহ্যামদের বেশিরভাগ আক্রমণই প্রতিপক্ষ বক্সের সামনে খেই হারিয়ে ফেলছিল। ৬১ মিনিটে অবশ্য পেনাল্টি উপহার পায় অ্যাওয়ে দল। কিন্তু স্পটকিক থেকে কিলিয়ান এমবাপের শট সেভ করে দলের পতন রোখেন লিভারপুল গোলরক্ষক কাওমহিন কেলেহার। উল্টোদিকে ৭০ মিনিটে মহম্মদ সালাহও পেনাল্টি মিস করেন। তবে ৭৬ মিনিটে জাল কাঁপিয়ে লিভারপুলের জয় নিশ্চিত করে ফেলেন সুপার-সাব কডি গাকপো। কর্নার পেয়ে জোন্সের সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে বিপজ্জনক ক্রস বাড়ান রবার্টসন। হেডে লক্ষ্যভেদে ভুল হয়নি ডাচ ফরোয়ার্ডের (২-০)।
9d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে আকস্মিক জটিলতা সৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে জটিলতা মুক্তি ও কর্মে উন্নতি। ভ্রমণ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা