দেশ

চতুর্থবার মুখ্যমন্ত্রী পদে শপথ হেমন্তর, হাজির মমতা, খাড়্গে, রাহুল, অখিলেশ, কেজরিওয়াল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের ’বাটেঙ্গে তো কাটেঙ্গে’ বিভাজন প্রচারের বিরুদ্ধে মুখের মতো জবাব দিয়েছেন ঝাড়খণ্ডবাসী। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরকে পর্যুদস্ত করে ফের ক্ষমতায় এসেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট।  সেই জোটের পরিষদীয় নেতা হিসেবে বৃহস্পতিবার রাঁচির মোরাবাদি স্টেডিয়ামে চতুর্থবার ‘অবুয়া’ (ঝাড়খণ্ডীদের নিজের) সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমন্ত সোরেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের ভগবন্ত সিং মান, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, ডি শিবকুমার, বিহারের তেজস্বী যাদব আর উত্তর প্রদেশের অখিলেশ যাদবের মতো নেতা-নেত্রীর উপস্থিতিতে রাঁচির মঞ্চ কার্যত ‘মিনি ইন্ডিয়া’ জোটের আকার নিয়েছিল। জাতীয় রাজনীতিতে জোর জল্পনা, ইন্ডিয়া জোটে একে অপরের সঙ্গে ‘দূরত্ব’ বেড়েছে। কংগ্রেসের ’দাদাগিরি’ মানতে নারাজ অনেকেই। সেই প্রেক্ষিতে যেভাবে তৃণমূল সুপ্রিমোকে ঘিরে ইন্ডিয়া জোটভুক্ত আঞ্চলিক নেতা-নেত্রীদের ‘তৎপরতা’ চোখে পড়েছে, তাতে সামনে বছর বিহার ও দিল্লি বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ‘নয়া পরিসর’এর স্পষ্ট ইঙ্গিত মিলছে বলে রাজনৈতিক মহলের বক্তব্য। 
এদিন সকালে রাজ্য বিধানসভার অধিবেশনে অংশ নিয়েছিলেন মমতা। সাম্প্রতিক বেশ কয়েকটি রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে নিজের তথা দলের অবস্থানও ব্যাখ্যা করেছেন তিনি। এরপর উড়ে যান রাঁচিতে। বিকেলের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়ে কলকাতায় ফিরে আসেন। মোরাবাদি স্টেডিয়াম ময়দানে বাংলার মুখ্যমন্ত্রী উপস্থিত হওয়া মাত্রই উচ্ছ্বাসে ফেটে পড়ে জনতা। ধামসা-মাদল বাজিয়ে স্বাগত জানানো হয় মমতাকে। তাঁকে অভ্যর্থনা জানান হেমন্তর স্ত্রী তথা নির্বাচন পর্বে সবচেয়ে চর্চিত ব্যক্তিত্ব কল্পনা সোরেন। মঞ্চে ওঠা মাত্রই দিদি, দিদি সিংহগর্জন স্টেডিয়ামজুড়ে। মমতা সোজা চলে যান ঝাড়খণ্ড রাজ্যের রূপকার ‘গুরুজি’ শিবু সোরেন ও তাঁর স্ত্রী রূপি সোরেনের কাছে। উত্তরীয় পরিয়ে সম্মান জানান হেমন্ত সোরেনের মা রূপিদেবীকে। নমস্কার জানান গুরুজিকে। এগিয়ে এসে মমতাকে প্রণাম করেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বাংলার মুখ্যমন্ত্রী কথা বলেন হেমন্ত, অখিলেশ, অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর স্ত্রী সুনীতা, ভগবন্ত মান, রাঘব চাড্ডা, মল্লিকার্জুন সহ আরও অনেকের সঙ্গে। মুখোমুখি দেখা হতে নমস্কার বিনিময় ছাড়া, সেভাবে রাহুলকে কথা বলতে দেখা যায়নি তৃণমূল সুপ্রিমোর সঙ্গে। ৮১টি আসন বিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভায় ইন্ডিয়া জোট দখল করেছে ৫৬টি। যারমধ্যে ৩৪টি আসন একাই পেয়েছে জেএমএম, জোট ভুক্ত কংগ্রেস ১৬টি, আরজেডি চারটি এবং সিপিআই (এমএল) দুটি আসন দখল করেছিল। এদিন অবশ্য হেমন্ত সোরেন ছাড়া অন্য কেউ মন্ত্রী হিসেবে শপথ নেননি।   
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ। জরুরি কাজকর্ম সর্বপ্রথম করে ফেলার চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৩ টাকা৮৫.৩৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯০ টাকা
ইউরো৮৭.৫১ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা