দেশ

ফের বিস্ফোরণ দিল্লির প্রশান্ত বিহারে, শাহকে নিশানা আতিশীর

দিল্লি: ফের বিস্ফোরণ রাজধানীতে। দিল্লির প্রশান্ত বিহার এলাকার পিভিআর কমপ্লেক্সের কাছে বৃহস্পতিবার বেলা পৌনে বারোটা নাগাদ এই বিস্ফোরণ ঘটে। কেউ হতাহত না হলেও এরফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে রাজধানীতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান এনএসজি কমান্ডোরা। দিল্লি পুলিসের ক্রাইম ব্রাঞ্চ এবং বম্ব স্কোয়াডের সদস্যরাও চলে আসেন। সংসদের অধিবেশন চলাকালীন রাজধানীর এমন ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। এরইমধ্যে এই ঘটনা নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রককে কাঠগড়ায় তুলেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে একহাত নিয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও। তিনি বলেন, প্রতিদিনই আতঙ্ক  ও নিরাপত্তাহীনতায় ভুগছে রাজধানীর লোকজন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, সন্ধ্যা ৭টার পর মহিলারা বাড়ির বাইরে থাকলে তাঁদের বাবা-মা উদ্বিগ্ন হয়ে ওঠেন। 
উল্লেখ্য, দিল্লিতে আম আদমি পার্টি (আপ) সরকার থাকলেও পুলিস বিভাগ রয়েছে কেন্দ্রের হাতে। মাস দুয়েক আগে প্রশান্ত বিহারেই সিআরপিএফ স্কুলের কাছে বিস্ফোরণে হয়েছিল। সেই ঘটনার প্রসঙ্গ টেনে এদিন সরব হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, পরপর এধরনের ঘটনা ঘটছে। এতে ভবিষ্যতে বড়সড় কোনও অঘটনের আশঙ্কা থেকেই যাচ্ছে। এর থেকেই স্পষ্ট, রাজধানীর আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। 
5h 5m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ। জরুরি কাজকর্ম সর্বপ্রথম করে ফেলার চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৩ টাকা৮৫.৩৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯০ টাকা
ইউরো৮৭.৫১ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা