রাজ্য

ত্রিকোণ প্রেমে খুন, ৭ জনের ফাঁসির সাজা চুঁচুড়া কোর্টে

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চার বছর আগের ঘটনা। ত্রিকোণ প্রেমের জেরে হুগলি জেলায় খুন হন চুঁচুড়ার কামারপাড়ার বাসিন্দা বিষ্ণু মাল। ওই যুবককে টুকরো টুকরো করে কেটেছিল গ্যাংস্টার বিশাল দাস ও তার সঙ্গীরা। সেই মামলায় বৃহস্পতিবার বিশাল সহ সাতজনকে একসঙ্গে ফাঁসির সাজা দিল চুঁচুড়া কোর্ট। জেলা আদালতের নিরিখে এমন শাস্তি প্রায় বেনজির। নৃশংসতার জন্য এই অপরাধকে ‘বিরলের মধ্যে বিরলতম’ বলে চিহ্নিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফার্স্ট ফ্যাস্ট ট্র্যাক কোর্ট) শঙ্কর ঘোষ। বিশাল ছাড়াও ফাঁসির সাজা হয়েছে রামকৃষ্ণ মণ্ডল, বিনোদ দাস, রতন ব্যাপারী, রাজকুমার প্রামাণিক, বিপ্লব বিশ্বাস ও রথীন সিংহের। সকলেই কুখ্যাত অপরাধী। মান্তু ঘোষ নামে আর এক অপরাধীর সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। এই মামলায় রাজসাক্ষী হয়েছিল গ্যাংস্টারের এক সঙ্গী। মামলার সরকারি আইনজীবী (স্পেশ্যাল পিপি) বিভাস চট্টোপাধ্যায় বলেন, ‘নৃশংসতার বেনজির নমুনা তৈরি করেছিল বিশাল ও তার সঙ্গীরা। বিষ্ণু মালের প্রেমিকাকে তার পছন্দ ছিল। তাই বিষ্ণুকে অপহরণ করে মুরগি কাটার মতো অঙ্গচ্ছেদ করে সে। কাটামুণ্ডে চড় মেরে তারা উল্লাসে মেতেছিল। মামলাটিকে বিরলের মধ্যে বিরলতম বলে আদালতে সওয়াল করি। তা মেনে নিয়ে সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক, যা বেনজির।’
চাঁপদানির একটি বাড়িতে বসে প্রায় জীবন্ত অবস্থায় বিষ্ণুর দেহ টুকরো টুকরো করে কেটেছিল বিশাল। ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে দেওয়া স্থানীয় খাল থেকে দিল্লি রোডের পাশে। পুলিসকে কার্যত দফায় দফায় তা কুড়িয়ে আনতে হয়। খুনের পরে বাংলাদেশ পালিয়ে যাওয়ার ছক করেছিল বিশাল। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিস। পাকড়াও করার সময়ও গ্যাংস্টারের বাহিনীর হামলার মুখে পড়ে জখম হয়েছিলেন একাধিক অফিসার।  
চার বছর ধরে গ্যাংস্টার বিশাল ও তার সঙ্গীদের ফাঁসির সাজা চেয়ে আন্দোলন করছিলেন কামারপাড়ার বাসিন্দারা। অপরাধীরা আগেই দোষী সাব্যস্ত হয়েছিল। বৃহস্পতিবার ছিল সাজা ঘোষণার দিন। দুপুর থেকে ভিড়ে ঠাসা ছিল এজলাস থেকে কোর্ট চত্বর। সাজা ঘোষণা হতেই সেখানে উচ্ছ্বাসে ফেটে পড়েন অনেকে। কান্না ও হাসি দোলাচল ছিল বিষ্ণুর দিদি কাজল মালের মুখে। তিনি বলেন, ‘ভাইয়ের জন্মমাসে আমরা ন্যায় পেয়েছি। সরকার ও পুলিস প্রমাণ করে দিয়েছে তারা ন্যায় দিতে পারে। আজ আমার ভাইয়ের আত্মা শান্তি পেল।’ বিশালদের শাস্তি চেয়ে আন্দোলন সংগঠিত করেছিলেন চুঁচুড়ার আঞ্চলিক ইতিহাস গবেষক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘প্রকৃত বিচার হয়েছে, এটুকুই শান্তি!’ চন্দননগর কমিশনারেটের পুলিস কমিশনার অমিত জাভালগিও জানিয়েছেন, প্রত্যেক অফিসার, সরকারি আইনজীবী মামলার জন্য প্রাণপাত করেছেন। শেষপর্যন্ত একটি দৃষ্টান্তমূলক বিচার হয়েছে। এদিনের রায়ের পরও গ্যাংস্টার বিশালের মুখ-চোখে কোনও অনুতাপের ছায়া দেখা যায়নি। বরং তার দাবি, ‘আমাকে ফাঁসানো হয়েছে।’ 
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ। জরুরি কাজকর্ম সর্বপ্রথম করে ফেলার চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৩ টাকা৮৫.৩৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯০ টাকা
ইউরো৮৭.৫১ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা