রাজ্য

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্নকে হেফাজতে নিল ইডি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ মিডলম্যান প্রসন্ন রায়কে ইডি গ্রেপ্তার করে প্রোডাকশন ওয়ারেন্টে বৃহস্পতিবার ব্যাঙ্কশালে বিশেষ আদালতে হাজির করে। সওয়াল শেষে তাঁকে দু’দিনের হেফাজতে পাঠায় আদালত।
প্রাথমিকে নিয়োগ মামলায় সিবিআই আগেই গ্রেপ্তার করেছিল প্রসন্ন রায়কে। সল্টলেকের অফিসে বসে তিনি নিয়োগ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতেন। সেখানে চাকরি প্রার্থীদের ফর্ম ফিলআপ করানো হতো। একইসঙ্গে লেনদেন চলত টাকা-পয়সার। প্রার্থী পিছু আট থেকে দশ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। প্রার্থীদের তালিকা ও টাকা তিনি পার্থবাবুর বাড়িতে পৌঁছে দিতেন বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে  উঠে আসে। ইডিও তাঁর বিরুদ্ধে তদন্ত 
শুরু করে। 
ইডি জানতে পারে, নিয়োগ দুর্নীতির টাকায় নামে-বেনামে একাধিক ফ্ল্যাট, বাড়ি গাড়ির মালিক প্রসন্ন। একাধিক কোম্পানি খুলে সেখানে দুর্নীতির টাকা তিনি বিনিয়োগ করেছেন বলে উঠে আসে ইডি তদন্তে। বিভিন্ন নামে এই কোম্পানিগুলি খোলা হয়েছে। একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পান তদন্তকারীরা। সেখানে বিপুল পরিমাণ নগদ জমা পড়ার তথ্য পায় ইডি। এই টাকার পুরোটাই যে বেআইনিভাবে আসা, তা তাদের তদন্তে উঠে আসে। তারা ১৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ও ৯৮টি কোম্পানির হদিশ পায়। তাঁর মোট ১৬৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। তার মধ্যে রয়েছে একাধিক হোটেল ও রিসর্ট। এই মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে ইডি। প্রোডাকশন ওয়ারেন্টে জেল থেকে আদালতে হাজির করানো হয় তাঁকে। ইডি জানায়, তদন্তের স্বার্থে প্রসন্নকে তাদের হেফাজতে দরকার। যদিও অভিযুক্তের আইনজীবী এই দাবির বিরোধিতা করেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই সন্তু গঙ্গোপাধ্যায় ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য আদালতে আবেদন করে। আদালত জানায়, যেদিন দু’জনকে হাজির করানো হবে অভিযুক্তদের সম্মতিও নেওয়া হবে ওইদিন। তারপরই আদালত তার মতামত জানাবে।
5h 5m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ। জরুরি কাজকর্ম সর্বপ্রথম করে ফেলার চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৩ টাকা৮৫.৩৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯০ টাকা
ইউরো৮৭.৫১ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা