রাজ্য

সরকারি ক্যালেন্ডার বণ্টনে রাজ্যের বিশেষ পোর্টাল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিভিন্ন দপ্তরকে সরকারি ক্যালেন্ডার দেওয়ার জন্য এবার প্রথম বিশেষ পোর্টাল খোলা হচ্ছে। সরকারি সংস্থা সরস্বতী প্রেসে ক্যালেন্ডার ছাপা হয়। পোর্টালটি চালু করবে তারাই। সরকারি দপ্তরগুলিকে ওই পোর্টালে নথিভুক্ত করা হয়। প্রত্যেকের কতগুলি ক্যালেন্ডার প্রয়োজন তা পোর্টালেই জানাতে হবে। দপ্তরগুলির কত ক্যালেন্ডার প্রয়োজন এতদিন তারা তা লিখিতভাবে সরাসরি জানাত সরস্বতী প্রেসকে। এবারই তার জন্য অনলাইন ব্যবস্থা চালু করা হল। এই নথিভুক্তি কীভাবে হবে, সরকারি বিজ্ঞপ্তিতে তা বিস্তারিত জানানো হয়েছে। এজন্য অফিসের ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারের কোড ও মোবাইল নম্বর ব্যবহার করতে বলা হয়েছে। দেওয়ালে লাগানোর ও টেবিলে রাখার জন্য কতগুলি ক্যালেন্ডারের প্রয়োজন, তা আলাদাভাবে জানাতে হবে নথিভুক্তির সময়।
দপ্তরগুলি তাদের প্রয়োজন জানানোর পর সরস্বতী প্রেস নতুন বছরের (২০২৫) ক্যালেন্ডার ছাপার কাজ শুরু করবে। নবান্ন, মহাকরণ, নব মহাকরণ, বিকাশ ভবন, স্বাস্থ্য ভবন, খাদ্য ভবন প্রভৃতি সচিবালয়ে এবং দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলাশাসকের অফিসে সরস্বতী প্রেস থেকে সরাসরি ক্যালেন্ডার পাঠিয়ে দেওয়া হবে। বাকি জেলাগুলিকে শিয়ালদহে সরস্বতী প্রেসের অফিস থেকে ক্যালেন্ডার সংগ্রহ করতে হবে। বিভিন্ন দপ্তরের জেলার অফিসগুলি কলকাতায় তাদের সদর দপ্তর থেকে ক্যা঩লেন্ডার সংগ্রহ করে নিয়ে যায়। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় নেতা পার্থ চট্টোপাধ্যায় জানান, এবার নথিভুক্তির ব্যাপারটি অনলাইন হওয়ায় তাড়াতাড়ি ক্যালেন্ডার পাওয়া যাবে বলে আশা করছি। সরকারি কাজেরও সুবিধা হবে। 
5h 5m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ। জরুরি কাজকর্ম সর্বপ্রথম করে ফেলার চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৩ টাকা৮৫.৩৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯০ টাকা
ইউরো৮৭.৫১ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা