রাজ্য

কাটিহার থেকে মালদহের মাঝে চলন্ত ট্রেনে খুন হন বালির তবলা শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায়কে খুন করে লুটের টাকায় জামাকাপড় ও শর্টস কিনেছিল রাহুল।  আর কিছু টাকা খরচ করে খাওয়া দাওয়ায়। মুম্বইতে বান্দ্রা স্টেশন লাগোয়া দোকান থেকে এগুলি কিনেছিল। গুজরাত পুলিসের জেরায় ধৃত এমনটই দাবি করেছে। কোথায় সৌমিত্রবাবুকে খুন করা হয়েছে, এই প্রশ্নে বারবার তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছে অভিযুক্ত। তবে মোবাইল টাওয়ার লোকেশন ও অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতে তদন্তকারীরা বুঝতে পারছেন, কাটিহার আর মালদহের মাঝে কোথাও খুন হয়েছেন ওই তবলা শিক্ষক। 
সিরিয়াল কিলিংয়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া রাহুল জাঠ কোথায় কোথায় ঘুরেছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। যাতে তার ভিত্তিতে একটি রুট ম্যাপ তৈরি করা যায়। সেইমতো সংশ্লিষ্ট এলাকা দিয়ে যাতায়াতকারী  ট্রেনগুলির মধ্যে কোনটিতে সে উঠেছিল, সেটিকে চিহ্নিত করা যায়। একইসঙ্গে সংশ্লিষ্ট স্টেশনগুলিতে থাকা সিসি ক্যামেরা মিলিয়ে দেখাও অফিসারদের উদ্দেশ্য। যাতে সেখানে সত্যি রাহুল গিয়েছিল কি না, তা যাচাই করে নেওয়া যায়। এই নিয়ে রাহুলকে একাধিক প্রশ্ন করা হলেও,  সে বিভিন্ন রকম উত্তর দিয়েছে। তদন্তকারীরা বলছেন, তার মূল লক্ষ্য হল, তদন্তকে ভুল পথে নিয়ে যাওয়া। বরং উল্টে তার যুক্তি, এই কাণ্ডগুলি যে সেই ঘটিয়েছে, তার স্বপক্ষে কী প্রমাণ রয়েছে পুলিসের কাছে? প্রমাণ থাকলে তাকে দেখানো হোক! এও দাবি করেছে এই সংক্রান্ত সিসি ক্যামেরার ফুটেজ কোথায়? তবে যে ট্রেনগুলিতে সে ধর্ষণ , খুন ও লুটের ঘটনা ঘটিয়েছে, তার প্রমাণ হিসেবে ট্রেনের মধ্যে তার টাওয়ার লোকেশন মেলার বিষয়টি তুলে ধরতেই রাহুল চুপ করে যায়। তবে তবলা শিক্ষকের খুনের বিষয়ে জেরা পর্বে তদন্তকারীদের প্রশ্নের প্যাঁচে বাধ্য হয়ে সে জানায়, ট্রেন ছাড়ার পর  কুপিয়ে খুন করেছে সৌমিত্রবাবুকে। কিন্তু কোথায় খুন করেছে, এই নিয়ে সে তদন্তকারীদের জানিয়েছে, ট্রেন তখন অন্ধকার এলাকা দিয়ে যাচ্ছিল।  তার পক্ষে বোঝা সম্ভব হয়নি কোন জায়গায় সে খুন করেছে সৌমিত্রবাবুকে। তথ্যপ্রমাণের ভিত্তিতে অফিসাররা জেনেছেন, মালদহ স্টেশন কাটিহার এক্সপ্রেস পৌঁছয় রাত দেড়টার পর। তার  আগেই খুন হন তবলা শিক্ষক। খুন ও টাকা লুটের পর সে কোথায় নেমে গেল, এই বিষয়টি স্পষ্ট করতে কাটিহার এক্সপ্রেস বাংলায় ঢোকার পর সমস্ত স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে কাটাছেঁড়া চলছে। তদন্তকারীরা সন্দেহ করছেন, ট্রেন থেকে নামার পর সে খড়্গপুরেও যেতে পারে। সেখান থেকে ট্রেন ধরে দক্ষিণ ভারতে গিয়েছিল। তাই খড়্গপুর স্টেশনের সিসি ক্যামরার ছবি খতিয়ে দেখা হচ্ছে। এরই পাশাপাশি হাওড়া স্টেশনের সমস্ত  সিসি ক্যামেরার ছবি বিশ্লেষণ করছেন অফিসাররা।
5h 5m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ। জরুরি কাজকর্ম সর্বপ্রথম করে ফেলার চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৩ টাকা৮৫.৩৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯০ টাকা
ইউরো৮৭.৫১ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা