রাজ্য

নয়া ইউনিফর্ম: ওয়ার্ক অর্ডারই জমা দেয়নি প্রায় ২৪ হাজার স্কুল, যথাসময়ে নিয়ে সংশয়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন বছরের শুরুতেই ছাত্রছাত্রীদের স্কুল ইউনিফর্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে, তা বাস্তবায়নের ক্ষেত্রে অন্তরায় হয়ে উঠতে পারে স্কুলগুলির ঢিলেঢালা মনোভাব। কিছুদিন আগে স্কুলশিক্ষা দপ্তরের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, প্রায় ২৪ হাজার স্কুল ইউনিফর্মের ওয়ার্ক অর্ডারই দেয়নি তারা। অথচ, বছরের মাঝামাঝি সময়েই পরের শিক্ষাবর্ষের ইউনিফর্মের ওয়ার্ক অর্ডার জমা পড়ার কথা। আজ, শুক্রবারের মধ্যে বাংলার শিক্ষা পোর্টালে এই ওয়ার্ক অর্ডার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে।
অন্য বছর মার্চে একসেট ইউনিফর্ম দেওয়া শুরু হয় স্কুলগুলিতে। তবে, এবছর মাঝারি ও ক্ষুদ্র শিল্প, স্কুলশিক্ষা এবং স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের একটি বৈঠক হয়। তাতে ঠিক হয়, মার্চে নয়, বছরের শুরুতেই দেড় কোটি ছাত্রছাত্রীর কাছে ইউনিফর্ম পৌঁছে দেওয়া হবে। সেই অনুযায়ী প্রস্তুতিও শুরু করে দেওয়া হয়েছে। ঠিক হয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজির নির্দিষ্ট বয়সভিত্তিক মাপ, আগের বছর স্কুলগুলিতে পড়ুয়াদের সংখ্যা এসব দেখেই উৎপাদন শুরু হবে। প্রথমে সরকারের কাপড় তৈরি করে তা তুলে দেবে স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে। তারপর তারা পোশাক তৈরির কাজ করবে। তবে, এ ক্ষেত্রে প্রয়োজন স্কুলের ওয়ার্ক অর্ডারের। এটা ছাড়া ইউনিফর্ম তৈরি করে স্কুলগুলিতে পৌঁছনোর কাজ করতে পারবে না স্কুলগুলি। প্রসঙ্গত, প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারা সরকারের তরফে বিনামূল্যে পোশাক পেয়ে থাকে।
এমনিতেই বিগত বছরগুলিতে সময়ে ইউনিফর্ম দেওয়ার কাজ শুরু অথবা শেষ করা যায়নি। রাজ্য ইউনিফর্ম তৈরির পোশাকে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছিল। বর্তমানে এ ধরনের পোশাক তৈরিতে রাজ্য স্বনির্ভর। ফলে সবদিক ঠিক থাকলে সময়ে ইউনিফর্ম বিলি সম্ভব। প্রসঙ্গত, চলতি বছরের দ্বিতীয় সেট পোশাকও অবশ্য এখনও বিলি হয়নি। তাতে সরকারি দীর্ঘসূত্রিতার পাশাপাশি রয়েছে স্কুলগুলির গাফিলতিও। তবে, এবার স্কুল পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন স্কুল পরিচালন কমিটিগুলির সঙ্গে কথা বলে নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়ার্ক অর্ডার জমার বিষয়টি সুনিশ্চিত করে। না-হলে পুরো প্রক্রিয়াটিই ঝুলে যাবে।
শিক্ষকদের একাংশর বক্তব্য, অনেক স্কুলই সরকারের দেওয়া ইউনিফর্মের মান, মাপ এবং রং নিয়ে সন্তুষ্ট নয়। পুরনো স্কুলগুলিতে ঐতিহ্যশালী ইউনিফর্ম রয়েছে। তারা সরকারের বেঁধে দেওয়া সাদা-নীল পোশাকে নিজেদের মিলিয়ে ফেলতে রাজি নয়। এরকম অনেক স্কুলই ওয়ার্ক অর্ডার দেওয়ার ক্ষেত্রে আগ্রহী হয়নি। তবে, ছাত্রছাত্রীদের বিনামূল্যে পোশাক পাওয়া তাদের অধিকার। সেক্ষেত্রে তাঁদের এ থেকে বঞ্চিত করাও ঠিক নয় বলে শিক্ষকদের একাংশের মত।
5h 5m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ। জরুরি কাজকর্ম সর্বপ্রথম করে ফেলার চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৩ টাকা৮৫.৩৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯০ টাকা
ইউরো৮৭.৫১ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা