রাজ্য

‘জাস্টিস’ আন্দোলন পর্বে স্বাস্থ্যসাথীর অপব্যবহার, তদন্ত শেষ, এবার কড়া শাস্তি: মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘উই ওয়ান্ট জাস্টিস’! আর জি কর আন্দোলন পর্বে এই স্লোগান সামনে রেখেই দু’মাসের বেশি সময় কর্মবিরতি, ধর্না, অনশনের সাক্ষী থেকেছে বাংলার সরকারি স্বাস্থ্য ব্যবস্থা। একদিকে অভিযোগ উঠেছে বিনা চিকিৎসায় রোগীমৃত্যুর, আর অন্যদিকে সেই জুনিয়র ডাক্তারদেরই নাম জড়িয়েছে চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিসে। এমনকী, স্বাস্থ্যসাথীর দেদার অপব্যবহারও হয়েছে সেই সময়। সেই ডাক্তাররাই কিন্তু সরকারি ক্ষেত্রে কর্মবিরতিতে ছিলেন! ফলে কোটি কোটি টাকা বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে অভিযুক্ত ডাক্তারদের চিকিৎসার কারবারে ‘লগ্নি’ করতে হয়েছে নবান্নকে। রাজ্য সরকার যে এই অনিয়ম ভালো চোখে দেখেনি, তা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো শুরু হয়েছিল তদন্তও। সরকারি চুক্তি ভেঙে যাঁরা স্বাস্থ্যসাথীর অপব্যবহার করেছিলেন, তাঁদের বিরুদ্ধে তদন্ত প্রায় শেষ। বৃহস্পতিবার বিধানসভায় এ কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘কড়া শাস্তি হবে।’
এদিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে জানতে চান পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা। তাঁর প্রশ্ন, ‘আমরা শুনেছি, আর জি কর পর্বে স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার হয়েছে। এই বিষয়ে রাজ্যের কাছে কি কোনও তথ্য আছে? আর এই ঘটনা সত্যি হলে রাজ্য কী ব্যবস্থা নিচ্ছে?’ জবাব দেওয়ার সময় এই ঘটনাকে রাজ্যের মানুষের সঙ্গে কার্যত বিশ্বাসঘাতকতা বলেই ইঙ্গিত করেছেন মমতা। তিনি বলেন, ‘সহজ-সরল মনে আমরা অনেককে বিশ্বাস করি। কিন্তু অন্তত এক শতাংশ মানুষ এমন আছেন, যাঁরা সুযোগ-সুবিধার অপব্যবহার করেই থাকে। আর জি কর আন্দোলন পর্বে স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার হয়েছে। তার প্রমাণ আমাদের কাছে আছে। মনে রাখতে হবে, স্বাস্থ্যসাথী কার্ডের টাকা জনগণের। এই অর্থ যাঁরা নয়ছয় করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রথম দফার তদন্ত ইতিমধ্যে শেষ হয়েছে। এখন সব তথ্য ফের একবার খতিয়ে দেখার কাজ চলছে। তারপরই ব্যবস্থা নেওয়া হবে।’  
এদিনই বিধানসভায় আরও একটি প্রশ্নের উত্তরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, গত এক বছরে স্বাস্থ্যসাথীর উপকার পেয়েছেন ২১ লক্ষ ২৭ হাজার ২৪৯ জন। এর জন্য খরচ হয়েছে ২ হাজার ৬৮৪ কোটি টাকা। আর জি কর কর্মবিরতির সময় যে এই খরচ অনেকটাই বেড়েছে, সেটা আগেই প্রকাশ করেছিল রাজ্য সরকার। ওই সময়ই সরকারি হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নের দাবিও উঠেছিল। এদিনও বালির বিধায়ক ডাক্তার রানা চট্টোপাধ্যায় এই সংক্রান্ত একটি প্রশ্ন রাখেন। রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালের সংখ্যাও জানতে চান তিনি। উত্তরে মুখ্যমন্ত্রী গত ১৩ বছরে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। বলেন, ‘সরকারের এই ধারা অব্যাহত থাকবে।’ পাশাপাশি, শাসক-বিরোধী নির্বিশেষে রাজ্যের সব বিধায়ককে তাঁদের তহবিল থেকে হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য অনুদানের আর্জিও জানিয়েছেন মমতা। স্বচ্ছতা বজায় রাখতে এই অর্থ সংশ্লিষ্ট জেলাশাসকের কাছে দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ। জরুরি কাজকর্ম সর্বপ্রথম করে ফেলার চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৩ টাকা৮৫.৩৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯০ টাকা
ইউরো৮৭.৫১ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা