কলকাতা

নার্সদের আবাসনে আগুন

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার এজেসি বোস বি গার্ডেন থানা এলাকায় একটি বেসরকারি হাসপাতালের নার্সিং স্টাফদের ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নস্করপাড়া এলাকায়। অগ্নিকাণ্ডের সময় ফ্ল্যাটের ভিতরে কেউ ছিলেন না। ফলে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
হাওড়া আন্দুল রোডের পাশে একটি বেসরকারি হাসপাতালের নার্সিং স্টাফদের থাকার জন্য নস্করপাড়ায় একটি চারতলা আবাসন রয়েছে। হাসপাতালে কর্মরত ৪০-৪৫ জন নার্স ওই আবাসনের বিভিন্ন ফ্ল্যাটে থাকেন। জানা গিয়েছে, তিনতলার একটি ফ্ল্যাট থেকে এদিন দুপুর দেড়টা নাগাদ গলগল করে ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বি গার্ডেন থানা ও দমকলে। গলিটি অপরিসর হওয়ায় ওই আবাসন পর্যন্ত পৌঁছতে দমকল কর্মীদের বেশ বেগ পেতে হয়। দমকলের মূল ইঞ্জিন রাস্তায় রেখে পাইপের সাহায্যে ফ্ল্যাটের ভিতরে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা। ফ্ল্যাটের বাইরের দিকের কাচের দেওয়াল ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা। দমকলের এক আধিকারিক বলেন, ঘটনার সময় ভিতরে কেউ ছিলেন না। সম্ভবত বন্ধ ঘরে ধূপ বা মোমবাতি থেকে আগুন লাগতে পারে। তবে অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দাদের নিরাপদে নীচে নামিয়ে আনা হয়েছে। ওই বেসরকারি হাসপাতালের তরফে জানানো হয়েছে, আপাতত নার্সদের অন্য একটি জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে। দমকলের তদন্ত মিটে গেলে অগ্নিদগ্ধ ফ্ল্যাটটিকে সংস্কার করা হবে। 
5h 5m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ। জরুরি কাজকর্ম সর্বপ্রথম করে ফেলার চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৩ টাকা৮৫.৩৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯০ টাকা
ইউরো৮৭.৫১ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা