কলকাতা

ফরাসি মিউজিয়ামে খসে পড়ছে চাঙড়,  চন্দননগরের ঐতিহাসিক ভবন ঘিরে উদ্বিগ্ন সব মহল

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: জরাজীর্ণ অবস্থা চন্দননগরের ফরাসি মিউজিয়ামের। একটি সভ্যতার ইতিহাস, নাড়িনক্ষত্র, দলিল দস্তাবেজ ইত্যাদি যে স্থানে সংরক্ষিত, সেই গুরুত্বপূর্ণ ভবন নিয়ে অবহেলার অভিযোগ উঠছে সর্বত্র। প্রতিদিন খসে পড়ছে সিলিং। ফাটল ধরেছে দেওয়ালে। চুন সুরকির আবরণ খসে পড়ছে। বিদেশি অতিথিরাও আসেন এখানে। তাঁদের সামনেও মুখ পুড়ছে দেশের। প্রায় দিন গবেষকরা আসেন দর্শকরা আসেন, তাঁরা সবাই থাকেন আতঙ্কে। জানা গিয়েছে, গত মঙ্গলবার একদল বিদেশি ফরাসি মিউজিয়াম দেখতে এসেছিলেন। তাঁদের সামনেই সিলিং থেকে চাঙড় খসে পড়েছিল। কেউ হতাহত হয়নি অবশ্য। কিন্তু এই ঘটনায় মিউজিয়াম কর্তৃপক্ষকে বিড়ম্বনায় পড়তে হয়। 
কর্মকর্তাদের দাবি, মিউজিয়ামের সংরক্ষণ ও দেখভালের দায়িত্বে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। মিউজিয়ামে যেমন ঐতিহাসিক সামগ্রী আছে তেমনই ভবনটিও ঐতিহাসিক। সে কালে ফরাসি শাসক দুপ্লের চন্দননগরে গঙ্গার ধারে নিজের বাসভবন তৈরি করিয়েছিলেন। সেই বাড়িটিই বর্তমানে মিউজিয়াম ভবন। ফরাসি ঔপনিবেশিক ইতিহাসে দুপ্লের নাম বিশেষভাবে চর্চিত। তাঁর ভবন সাবেক ফরাসি স্থাপত্যরীতির নিদর্শন। পরতে পরতে উপনিবেশীয় ইতিহাসের নানা সময়ের স্পর্শ। এ হেন ভবনের জরাজীর্ণ দশা রীতিমতো আর্শ্চজনক। মিউজিয়াম ডিরেক্টর বাসবী পাল বলেন, ‘বিষয়টি খুবই উদ্বেগের। সমস্ত কথা আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে জানানো হয়েছে। তারাই ঐতিহাসিক মিউজিয়াম ভবনের দেখাশোনা করে। মিউজিয়ামের ছাদ ও দেওয়ালের অবস্থা খুবই খারাপ। অবিলম্বে সংস্কার করার প্রয়োজন। বহু ইতিহাস অনুসন্ধানী মানুষ, গবেষক প্রতিদিন আসেন। বহু বিদেশি সাবেক স্থাপত্য ও মিউজিয়ামের সামগ্রী দেখার জন্য আসেন। তাঁদের নিরাপত্তা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। বেহাল দশার কারণে নিরাপত্তার স্বার্থে মাঝে একবার মিউজিয়াম বন্ধও রাখতে হয়েছিল।’ চন্দননগর পুরসভার মেয়র রাম চক্রবর্তী বলেন, ‘মিউজিয়ামটি আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তত্ত্বাবধানে আছে। ফলে বর্তমান অবস্থা সম্পর্কে আমাদের কাছে বিশেষ তথ্য নেই। তবে মিউজিয়ামটি চন্দননগরের মানুষের কাছেও একটি আবেগের জায়গা। আমরা অবিলম্বে ওই বিষয়ে খোঁজখবর নেব। পাশাপাশি আমাদের তরফে যা পদক্ষেপ করা সম্ভব তা করব।’
দীর্ঘসময় ফরাসি শাসন ছিল চন্দননগরে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরও চন্দননগরে ফরাসি উপনিবেশ বহাল ছিল। পরে গণভোটের মাধ্যমে ভারতভুক্তি ঘটে। সেই দীর্ঘ ইতিহাসের নানা তথ্য, নানা দস্তাবেজ, সনদ থেকে শিল্প-চারুকলার নিদর্শন রাখা আছে মিউজিয়ামে। আছে চন্দননগরকে কেন্দ্র করে ব্রিটিশ বিরোধিতা বা স্বাধীনতা আন্দোলনের, বিপ্লবী আন্দোলনের ইতিহাসও। সেই ঐতিহাসিক ভবনটিই এখন ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। 
5h 5m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ। জরুরি কাজকর্ম সর্বপ্রথম করে ফেলার চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৩ টাকা৮৫.৩৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯০ টাকা
ইউরো৮৭.৫১ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা