কলকাতা

‘জাস্টিসে’র মুখ! চেম্বারেই নাবালিকা ধর্ষণ ডাক্তারের, আসানসোলে ধৃত নামী হৃদরোগ বিশেষজ্ঞ

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আর জি কর কাণ্ডে নারী সুরক্ষার দাবিতে গলা ফাটানো একের পর এক কুশীলবই এখন নারী নির্যাতনে অভিযুক্ত! কারণ, এবার অসুস্থ নাবালিকাকে ধর্ষণের অভিযোগে নাম জড়াল খ্যাতনামা চিকিৎসকের। তিনি আসানসোলের নামী হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ রমন রাজ। বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে তাঁর চেম্বারে গিয়েছিল নাবালিকা। সেখানেই যন্ত্রণায় কাতর অসহায় মেয়েটির উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। অভিযুক্ত চিকিৎসককে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে আসানসোল মহিলা থানার পুলিস। ঘটনাটি প্রকাশ্যে আসতেই আসানসোলজুড়ে নিন্দার ঝড়। বিস্মিত আর জি কর আন্দোলনকারীদের একটা বড় অংশ। ‘জাস্টিস’-এর দাবিতে সরব হয়েছেন নির্যাতিতার মা-বাবা। ডেপুটি পুলিস কমিশনার ধ্রুব দাস জানিয়েছেন, নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। 
শিল্পাঞ্চলে নামকরা হৃদরোগ বিশেষজ্ঞদের একজন রমন রাজ। আসানসোলের নামজাদা একটি বেসরকারি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র চিকিৎসক। শহরে তাঁর একাধিক প্রাইভেট চেম্বার রয়েছে। আর জি কর কাণ্ডের প্রতিবাদ-আন্দোলনের প্রথম সারিতেই ছিলেন তিনি। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তুলে মিছিলে হেঁটেছেন। নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন। সেই চিকিৎসকই কি না ধর্ষণে অভিযুক্ত—হতবাক আইএমএ-এর আসানসোল শাখার মুখপাত্র প্রভাসচন্দ্র মাজিও। তিনি বলেন, ‘রমন অত্যন্ত ভালো চিকিৎসক। দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে চিকিৎসা করে আসছেন। আর জি কর কাণ্ডের প্রতিবাদে আমাদের যাবতীয় আন্দোলনেও অংশ নিয়েছিলেন। তাঁর মতো মানুষের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠা বিস্ময়কর!’
পুলিস সূত্রে খবর, বছর পনেরোর ওই নির্যাতিতা নাবালিকা অষ্টম শ্রেণির ছাত্রী। বাড়ি হীরাপুর এলাকায়। কিছুদিন ধরে সে নার্ভ ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিল। গত বৃহস্পতিবার বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় বাড়ির লোক তাকে নিয়ে যায় রমন রাজের চেম্বারে। শুক্রবারও নাবালিকার বুকে ফের তীব্র যন্ত্রণা শুরু হয়। তাকে সঙ্গে নিয়ে আবারও চেম্বারে যান ঠাকুমা। অভিযোগ, সেই সময়েই ঠাকুমাকে বাই঩রে বসিয়ে রেখে নাবালিকাকে কিছু খাইয়ে যৌন নির্যাতন করা হয়। সে অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। একটু সুস্থ হলে বাড়ির লোককে সবকিছু খুলে বলে ওই ছাত্রী। বুধবার আসানসোল মহিলা থানায় এসে চিকিৎসকের নামে অভিযোগ দায়ের করে তার পরিবার। রাতেই রমনবাবুকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ (২) (ই) ও ৬৪ (২) (এফ), ধর্ষণের দু’টি ধারায় মামলা রুজু করেছে পুলিস। দেওয়া হয়েছে পকসো আইনে ৬ নম্বর ধারাও। নাবালিকার গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এদিন পকসোর বিশেষ আদালতের বিচারক ছিলেন না। অভিযুক্তকে একদিনের পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন অতিরিক্ত জেলা বিচারক-২ তানিয়া ঘোষ। আদালত থেকে বের হওয়ার সময় রমন নীরবই ছিলেন। 
গোটা ঘটনা প্রসঙ্গে আন্দোলনকারী ডাক্তারদের দুষেছেন শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। তিনি বলেন, ‘আর জি করের ঘটনার পরই মুখ্যমন্ত্রী অপরাজিতা বিল আনেন। আমরা চাই ধর্ষকদের ফাঁসি। কিন্তু এই আন্দোলনকে যাঁরা বিপথে চালিতে করতে চেয়েছিলেন, তাঁদের মুখোশ একে একে খুলে পড়ছে। প্রতিদিনই কোনও না কোনও চিকিৎসকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠছে।’
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৯ টাকা৮৫.৩৩ টাকা
পাউন্ড১০৫.০৬ টাকা১০৮.৭৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা