কলকাতা

খাতা না দেখেই নম্বর একাধিক পরীক্ষায়, শিক্ষককে শোকজ করে উচ্চ শিক্ষাদপ্তরকে রিপোর্ট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুরে উত্তরপত্র মূল্যায়ন বিতর্কে যেন কেঁচো খুঁড়তে কেউটে উঠে এল। শুধু একটি ব্যাচের ছাত্রছাত্রীদের বা একটি পরীক্ষাতেই নয়, বছরের পর বছর মূল্যায়ন ছাড়াই জমা পড়েছে নম্বর। বৃহস্পতিবার নিজেরাই নিজেদের উত্তরপত্র দেখে এই তথ্য আবিষ্কার করেছেন ছাত্রছাত্রীরা। অভিযোগ মেনে নিয়েছে সাংবাদিকতা বিভাগও। উচ্চ শিক্ষাদপ্তর প্রাথমিক অভিযোগের পরেই রিপোর্ট চেয়ে ইমেল করেছিল বুধবার। বৃহস্পতিবার তার উত্তর পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। তার আগে অভিযুক্ত শিক্ষককে শোকজও করা হয়েছে।
প্রথমে এমএ দ্বিতীয় সেমেস্টার পরীক্ষার রিভিউ করতে গিয়ে সামনে আসে, একটি বিষয়ে প্রায় ৫০ জনের খাতায় পরীক্ষকের কোনও সই নেই। নম্বরও বসানো নেই। এককথায়, চেক করা হয়নি খাতাগুলি। এরপরেই শোরগোল পড়ে যায় বিশ্ববিদ্যালয় জুড়ে। শুরু হয় পড়ুয়া বিক্ষোভ। অনেকে উপাচার্যের ঘরে অনশনেও বসে যান। এই ঘটনার পরে তৃতীয় সেমেস্টারের পড়ুয়ারা (৬০ জন) তাঁদের ইন্টারনাল পরীক্ষার খাতা দেখার দাবি জানান বিভাগের কাছে। তাতেই দেখা যায়, দু’টি সেমেস্টার মিলিয়ে মোট ১০টি ইন্টার্নাল পরীক্ষার পাঁচটিতে উত্তরপত্র ছোঁয়াই হয়নি। তিনটির পুরোপুরি মূল্যায়ন হয়েছে। আর দু’টির ক্ষেত্রে হয়েছে আংশিক। পড়ুয়ারা জানিয়েছেন, বিভাগীয় প্রধান পার্থসারথি চক্রবর্তীই সঠিকভাবে মূল্যায়ন করেছেন। তিনি বাদে, আগের অভিযুক্ত শিক্ষকের পাশাপাশি আরেকজন স্থায়ী শিক্ষকও একই কাজ করেছেন। আর আংশিক মূল্যায়ন করেছেন একজন অতিথি শিক্ষক। এই ঘটনায় দাবি উঠেছে, সেমেস্টার পরীক্ষার খাতাগুলিও তাঁদের দেখতে দিতে হবে। আজ, শুক্রবার ওই পড়ুয়াদের সেমেস্টার পরীক্ষার খাতাও দেখানো হবে। আশঙ্কা, এতে আরও চাঞ্চল্যকর কিছু উঠে আসতে পারে। কেন এমন চরম গাফিলতি? অন্দরের একাংশের অভিযোগ, খাতা দেখা সময় ও শ্রম সাপেক্ষ কাজ। তার চেয়ে ‘কাছের’ পড়ুয়াদের ইচ্ছামতো বেশি নম্বর এবং বাকিদের কম নম্বর বসিয়ে দেওয়াই শ্রেয় মনে করেছেন শিক্ষকরা। এক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ও দেখা হয়েছে বলে অনেকের অভিযোগ। প্রসঙ্গত, অভিযুক্ত শিক্ষকরা ঘোষিত সিপিএমপন্থী বলে পড়ুয়াদের একাংশের অভিযোগ। তাই, সমমনোভাবাপন্ন পড়ুয়ারা বাড়তি সুবিধা পেয়েছেন। এর সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্কও গুরুত্ব পেয়েছে। 
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৯ টাকা৮৫.৩৩ টাকা
পাউন্ড১০৫.০৬ টাকা১০৮.৭৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা