কলকাতা

ভিক্টোরিয়ায় জঙ্গিদের হাতে ‘বন্দি’ ভিভিআইপি, উদ্ধারে নামল সেনা!

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কলকাতায় জঙ্গি হামলা! তাও আবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে! কোনও এক ভিভিআইপিকে বন্দি করে নিয়েছে জঙ্গিরা। চারদিক ঘিরে ফেলেছে সেনা জওয়ানরা। নামানো হয় এনএসজি’র কমান্ডো বাহিনী। তারপর দীর্ঘ লড়াই। অবশেষে নিরাপদে উদ্ধার করা হল ভিভিআইপিকে। আটক করা হল জঙ্গিদের। চমকে ওঠার কারণ নেই! এই ঘটনায় সেনা, এনএসজি কমান্ডোরা আসল হলেও ভিভিআইপি এবং জঙ্গিরা সবাই নকল। আসলে ভারতীয় নৌবাহিনীর ‘সি ভিজিল-২০২৪’ অনুশীলনে বৃহস্পতিবার এমনই মহড়া চলে ভিক্টোরিয়ায়। ভিভিআইপি মুভমেন্টে আচমকা সন্ত্রাসবাদী হামলা হলে কীভাবে তার মোকাবিলা করা হয় এবং কেন্দ্রীয় এজেন্সিগুলির মধ্যে কীভাবে সমন্বয় সাধন করা হয়, তা তুলে ধরতেই এই মহড়ার আয়োজন।
উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ২০ ও ২১ নভেম্বর ভারতের সমস্ত উপকূলীয় রাজ্য এবং দ্বীপপুঞ্জে ‘সি ভিজিল-২০২৪’ অনুশীলন করেছে নৌবাহিনী। বুধবার মাঝরাতে সন্ত্রাসবাদী কার্যকলাপ মোকাবিলার মহড়া হয় কলকাতার নৌসেনা ঘাঁটিতে। সেখানে দেখানো হয়, পাশের রেললাইনে বোমা রাখতে এসেছিল দু’জন জঙ্গি। সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে সবচেয়ে আকর্ষণীয় মহড়া ছিল বৃহস্পতিবার সকালে। এদিন সকাল ৯টা নাগাদ আচমকা ভিক্টোরিয়ার চারদিক ঘিরে ফেলে সেনাবাহিনী। পথচলতি মানুষ রীতিমতো থতমত খেয়ে যান। নৌবাহিনী, সেনাবাহিনী, এনএসজি, সিআইএসএফ সহ বিভিন্ন এজেন্সি এই মহড়ায় অংশ নেয়। সকাল ১০টা থেকে মহড়া শুরু হয়ে চলে প্রায় ঘণ্টাখানেক। -নিজস্ব চিত্র
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৯ টাকা৮৫.৩৩ টাকা
পাউন্ড১০৫.০৬ টাকা১০৮.৭৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা