কলকাতা

নিষেধাজ্ঞা অমান্য করেই হুগলিতে চাষের জমিতে চলছে নাড়াপোড়া, ছড়াচ্ছে দূষণ

সংবাদদাতা, তরেকেশ্বর: মাঠ থেকে ধান তোলার পর নাড়াপোড়া বন্ধ করতে প্রতি বছর নিয়ম করে প্রচার চালায় প্রশাসন। তাও তাতে ভ্রুক্ষেপ নেই চষিদের। তারকেশ্বর, ধনেখালি, হরিপাল, জাঙ্গিপাড়া সহ প্রায় সমস্ত ব্লকেই মাঠে মাঠে জ্বলছে আগুন। বাড়ছে দূষণ।
হুগলির একাধিক ব্লকে কৃষি জমিতে অবাধে চলছে নাড়া পোড়ানোর কাজ। চাষের জমিতে দিনরাত দাউ দাউ করে জ্বলছে আগুন। কালো ধোঁয়ায় ঢাকছে আকাশ। বাতাসে মিশছে কার্বন-ডাই-অক্সাইডের বিষ। প্রশাসনের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেই অবাধে নাড়া পোড়াচ্ছেন কৃষকরা।
বাতাসে দূষণের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি জমির উর্বরতা নষ্ট হচ্ছে জেনেও উদাসীনভাবে এই কাজ করে চলেছে অধিকাংশ চাষি। গত ৯-১০ বছর হল জমিতে নাড়া পোড়ানোর প্রবণতা অনেকটাই বেড়েছে। কারণ হিসেবে উঠে আসছে আধুনিক ধান কাটার যন্ত্রের ব্যবহার। চাষের খরচ বাঁচাতে এবং শ্রমিক সঙ্কট দূর করতে জমিতে আধুনিক যন্ত্রের প্রয়োগ দিন দিন বাড়ছে। ধান চাষের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। ধান কাটা ও ঝাড়াইয়ের জন্য আধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে হুগলি জেলা সহ বিভিন্ন জেলায়। জমিতেই ধান ঝাড়ার পর তা সংগ্রহ করে গোলায় তোলার পর খড়কুটো ও ধানের গোড়া জমিতেই পড়ে থাকছে। অল্প সময়ের মধ্যে তা নষ্ট করে আলু বসানোর জন্য জমি তৈরি করছে চাষিরা। 
কৃষি বিশেষজ্ঞদের মত, জমিতে পরে থাকা খড়কুটো বা নাড়াকে ব্যবহার করে জৈব সার তৈরি করা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক চাষি বলেন, মেশিনে ধান কাটার পর খড়ের টুকরো অন্যত্র সরিয়ে নিয়ে যেতে বাড়তি টাকা খরচ হয়। তাছাড়া আলুবীজ বসানোর আগে তড়িঘড়ি ধানের গোড়া সাফ করা সম্ভব হয়ে ওঠে না। প্রশাসন আমাদের নিষেধ করলেও নিরুপায় হয়েই আমরা মাঠে আগুন ধরিয়ে লাগিয়ে দিই। মাঠে পড়ে থাকা খড় অন্যত্র পাঠানো বা বিকল্প কিছু ব্যবস্থা প্রশাসন করলে সকলেই এই ব্যাপারে সক্রিয় ভূমিকা নেবে।
হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মদনমোহন কোলে জানান, কৃষিদপ্তর ধান কাটার বহু আগে থেকেই ব্যানার, ফেস্টুন, মাইকিং করে নাড়াপোড়া বন্ধ করতে প্রচার করেছে। কৃষিদপ্তর আলাদাভাবে চাষিদের সচেতন করার চেষ্টা করেছে। তাও দেখা যাচ্ছে, মাঠের মধ্যে খড়কুটো পোড়ানো হচ্ছে। এর ফলে পরিবেশে দূষণ বাড়ছে। জমির উর্বরতা নষ্ট হচ্ছে। চাষিরা সচেতন না হলে আগামী দিনে ক্ষতির মুখে পড়বে সমাজের সব অংশের মানুষ।-নিজস্ব চিত্র
6h 6m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৯ টাকা৮৫.৩৩ টাকা
পাউন্ড১০৫.০৬ টাকা১০৮.৭৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা