কলকাতা

সাহসিকতার পুরস্কার পেল আশা ভবন সেন্টারের রানি, বিশেষভাবে সক্ষম ছাত্রীর সাফল্যে গর্বিত দেশ
 

সংবাদদাতা, উলুবেড়িয়া: রানি। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। ৭৫ শতাংশ বুদ্ধিবৃত্তিক অক্ষমতা তার। বিশেষভাবে সক্ষম এই কিশোরীর একসময় জীবন কেটেছে হাওড়া রেল স্টেশনের আর্বজনা সংগ্রহ করে। তবে শুধু রানি একা নয়, তার মা-বাবাও বুদ্ধিবৃত্তিক অক্ষমতা যুক্ত হওয়ায় তার জীবন সংগ্রাম আরও কঠিন হয়ে পড়েছিল। এক সময় আর পাঁচজন বিশেষভাবে সক্ষম কিশোরীর মতো রানিও ভেবেছিল, এভাবেই হয়তো জীবন কাটাতে হবে। ২০১৮ সালে উলুবেড়িয়ার আশা ভবন সেন্টারে আসার পর রানির জীবন পাল্টাতে শুরু করে। শারীরিক প্রতিবন্ধকতাকে কাটিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলোয় পারদর্শী হয়ে ওঠে রানি। প্রতিকূলতাকে হারিয়ে জীবনে এগিয়ে চলার অদম্য মানসিকতার জন্য পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশনের পক্ষ থেকে এবার রানিকে সাহসিকতার পুরস্কার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানে রানির হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
উলুবেড়িয়া আশা ভবন সেন্টার সূত্রে খবর, বর্তমানে রানি করাতবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে। পাশাপাশি আশা ভবন সেন্টার থেকেও বিশেষ সহায়তা পাচ্ছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলোতেও সমান পারদর্শী রানি। ২০২২ সালে হরিয়ানায় অনুষ্ঠিত এনসিসি হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়েছিল। এই বছর গুজরাতে বিশেষ ওলিম্পিকের হ্যান্ডবল ক্যাম্পে অংশ নিয়েছিল। ২০২৩ সালে বার্লিনে বিশেষ ওলিম্পিক সামার গেমসে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়েছিল সে। ২০২৭ সালে চিলির সান্তিয়াগোতে বিশেষ ওলিম্পিকের জন্য বর্তমানে প্রস্তুতি শুরু করেছে রানি। তার এই সাফল্যে খুশি আশা ভবন সেন্টারের সুপারিনটেন্ডেন্ট অরুণিমা জাসু। তিনি বলেন, রানির নিরলস সংগ্রাম বিশেষভাবে সক্ষম অন্যান্যদের উৎসাহ জোগাবে। -নিজস্ব চিত্র
5h 5m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৯ টাকা৮৫.৩৩ টাকা
পাউন্ড১০৫.০৬ টাকা১০৮.৭৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা