কলকাতা

দমদমের সব মেট্রোর শেষ স্টেশন এবার নোয়াপাড়া

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কবি সুভাষ-দক্ষিণেশ্বর মেট্রো রুটে যাত্রী পরিষেবায় বড়সড় বদল আসতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহ থেকে দমদমের পরিবর্তে নোয়াপাড়া স্টেশনে যাত্রা শেষ করবে অধিকাংশ মেট্রো। অর্থাৎ, নোয়াপাড়া স্টেশনের গুরুত্ব বাড়াতে চলেছে রেল। তবে এই পরিকল্পনা যাত্রীদের জন্য কতটা সহায়ক হবে, তা নিয়ে মেট্রো কর্তাদের মধ্যেই যথেষ্ট সংশয় রয়েছে। এখন সপ্তাহের কাজের দিনগুলিতে সংশ্লিষ্ট মেট্রো করিডরে সারাদিনে ২৯০টি পরিষেবা মেলে। এর মধ্যে দমদম মেট্রো স্টেশনে উত্তরমুখী যাত্রা শেষ করে ১৫৮টি। বাকি ১৩২টি পরিষেবা চলে উত্তরমুখী প্রান্তিক স্টেশন দক্ষিণেশ্বর পর্যম্ত। মেট্রোর জেনারেল ম্যানেজার (জিএম) পি উদয়কুমার রেড্ডির নির্দেশ মোতাবেক এবার থেকে সারাদিনে ১৫৮টি মেট্রো নোয়াপাড়া পর্যন্ত চলবে। দিনের ব্যস্ত সময়ে দক্ষিণেশ্বর থেকে ভিড়ে ঠাসা মেট্রো যখন দমদমে ঢোকে, বহু যাত্রী উঠতেই পারেন না। সেই ভয়ানক ভিড় এ‌ড়াতে অনেকেই দক্ষিণেশ্বর থেকে আসা মেট্রো ছেড়ে দিয়ে খানিক অপেক্ষা করে দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে 
ছাড়ছে যে মেট্রো, তাতেই উঠতেন। সেই রেকগুলি এবার নোয়াপাড়ায় যাত্রী তুলে আসবে। ফলে যাত্রীদের একাংশের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। মেট্রো কর্তাদের একাংশের দাবি, নোয়াপাড়া একটি জংশন স্টেশন। সেখান থেকে বিমানবন্দর পর্যন্ত পৃথক লাইন রয়েছে। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত মেট্রোপথ কার্যত তৈরি হয়ে পড়ে রয়েছে। কয়েকমাস আগে কমিশনার অব রেলওয়ে সেফ্টি (সিআরএস) এই রুটে পরিদর্শন সারেন। জানা গিয়েছে, নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট মেট্রোপথ চালুর লক্ষ্যেই নর্থ-সাউথ রুটে এই বদল আসতে চলেছে। তবে এই বদলের জন্য পরিকাঠামো ও কারিগরি ক্ষেত্রে কিছু বাধাও রয়েছে, যা যাত্রী পরিষেবায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা ওয়াকিবহাল মহলের। 
বৃহস্পতিবার সকালে নোয়াপাড়া স্টেশনের র‌্যাম্প দিয়ে মেট্রো রেক ঘোরানোর ট্রায়াল শুরু হয়েছে। আজ, শুক্রবারও সেই প্রক্রিয়া চলবে। শনি ও রবিবার যাত্রী সংখ্যা অপেক্ষাকৃত কম থাকায় মহড়া হিসেবে যাত্রীবোঝাই মেট্রোর যাত্রা দমদমের বদলে নোয়াপাড়ায় শেষ হবে। দু’দিন ধরে দেখা হবে নয়া ব্যবস্থার ত্রুটি-বিচ্যুতি। প্রয়োজনীয় সংশোধন করে আগামী সপ্তাহ থেকেই নোয়াপাড়া থেকে মেট্রো চালানোর জন্য জিএমের তরফে রীতিমতো চাপ আসছে বলে জানিয়েছেন অপারেশন বিভাগের এক কর্তা। তাঁর দাবি, বুধবার জিএম মেট্রোর বিভাগীয় প্রধানদের নিয়ে এ বিষয়ে বৈঠকে বসেছিলেন। সেখানেই অবিলম্বে এই ব্যবস্থা চালু করার নির্দেশ দেন তিনি।
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৯ টাকা৮৫.৩৩ টাকা
পাউন্ড১০৫.০৬ টাকা১০৮.৭৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা