কলকাতা

পুজোয় বৃষ্টির শঙ্কা, তড়িঘড়ি বুস্টিং পাম্প বসিয়ে মুশকিল আসানের চেষ্টায় পুরসভা

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আগস্ট মাসে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাক্ষী থেকেছেন রাজ্যবাসী। তবে সেই বৃষ্টির হাত থেকে এখনই রেহাই নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। এমনকী, অক্টোবরের প্রথম সপ্তাহেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা থাকায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে হাওড়া পুরসভার। তাই আগেভাগে শহরের প্রতিটি বুস্টিং পাম্প প্রস্তুত রাখতে চায় পুরসভা। ওই বৃষ্টিতে যদি কোথাও জল জমে, তাহলে ওই পকেট এলাকা থেকে দ্রুত জল বের করতে অতিরিক্ত পাম্প চালানোর কথা ভাবা হয়েছে।
আগস্ট মাসের বৃষ্টিতে বেনারস রোড, বেলিলিয়াস রোড, ড্রেনেজ ক্যানাল রোড সংলগ্ন বিস্তীর্ণ এলাকা দীর্ঘদিন জলমগ্ন ছিল। বিশেষ করে ইছাপুর, বেলগাছিয়া, পঞ্চাননতলা, শিবপুর, রামরাজাতলার কিছু পকেট এলাকায় জল জমার সমস্যা এখনও পুরোপুরি মেটেনি। ৭, ৮, ৪৪, ৪৭, ৪৮ নম্বর ওয়ার্ডে নিকাশি ব্যবস্থা পুরোপুরি বেহাল। তাই পুজোর সময় বৃষ্টি হলে ভোগান্তি চরমে উঠতে পারে বলে আশঙ্কা করছে পুরসভা। সেকারণেই ডাবল ব্যারেল চ্যানেল পরিষ্কার করার পাশাপাশি শহরের বুস্টিং পাম্পগুলিকে প্রস্তুত রাখা হবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে শহরে মোট ৬৬টি পাম্প চলছে। অরবিন্দ রোডে উচ্চ ক্ষমতাসম্পন্ন আরও দু’টি পাম্প বসানো হবে। পাশাপাশি ৪৪ নম্বর ওয়ার্ডে বসবে একটি পাম্প। ৪৩ অথবা ৪৯ নম্বর ওয়ার্ডেও একটি নতুন পাম্প বসানোর চিন্তাভাবনা করছে হাওড়া পুরসভা। পুজোর সময় বৃষ্টি হলে শহরজুড়ে মোট ৭০টি পাম্প চালানো হবে।
হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, ‘একটা সময় ছিল যখন পঞ্চাননতলা, টিকিয়াপাড়া, শিবপুর এলাকায় বৃষ্টির জমা জল নামতে অন্তত তিন-চারদিন সময় লাগত। এখন তা দু’ঘণ্টার মধ্যেই নামছে। প্রতিটি পাম্প একযোগে চালানো হলে মুহূর্তের মধ্যেই জল নেমে যাবে।’ প্রসঙ্গত,  সম্প্রতি কোনা এক্সপ্রেসওয়ে সংলগ্ন হ্যাং স্যাং রোডে উচ্চ ক্ষমতা সম্পন্ন ৫৫ অশ্বশক্তির একটি পাম্প বসানো হয়েছে। ৩২ অশ্বশক্তি ক্ষমতা সম্পন্ন আরেকটি পাম্প বেলগাছিয়া এলাকায় বসানো হয়েছে। এতে জল জমার সমস্যা অনেকটাই মেটানো গিয়েছে বলে দাবি পুরসভার। 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উকিল ও ডাক্তারদের কর্মব্যস্ততা বাড়বে। পত্নী/পতির স্বাস্থ্য আকস্মিক ভোগাতে পারে। মানসিক অস্থিরভাব।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৭.৬২ টাকা১১১.৪০ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     November,   2024
দিন পঞ্জিকা