কলকাতা

জানুয়ারিতে বউবাজারে ক্ষতিগ্রস্ত মেট্রো টানেল মেরামতের কাজ শেষ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বউবাজার মেট্রো টানেলের দগদগে ক্ষত সেরে ওঠার মুখে। জল ঢুকে বিপর্যয়ের জেরে পাঁচ বছরেরও বেশি সময় ধরে বউবাজারের ওই অংশ রেল কর্তাদের কপালে ভাঁজ ফেলে রেখেছে। ইস্ট-ওয়েস্ট রুটে মেট্রো চলাচল নিয়েও চরম অনিশ্চয়তা। তবে দীর্ঘ প্রচেষ্টার পর সেই বাধা কাটিয়ে তোলা সম্ভব হচ্ছে বলে দাবি। সব ঠিকঠাক থাকলে ২০২৫ সালের জানুয়ারি মাসের মধ্যে টানেলের ক্ষতিগ্রস্ত অংশের মেরামতির কাজ শেষ হবে। এপ্রিল মাস নাগাদ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ গোটা মেট্রো পথে যাত্রী বোঝাই রেক চালানোর পরিকাঠামোগত কাজ সারা হবে। বিরাট কোনও অঘটন না ঘটলে আগামী বছরের মাঝামাঝি ইস্ট-ওয়েস্ট মেট্রোর বাণিজ্যিক দৌড় সম্পূর্ণ রুটে চালু হতে পারে। কাজের অগ্রগতি দেখতে শনিবার বউবাজার পরিদর্শন করেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার (জিএম) পি উদয়কুমার রেড্ডি। তাঁর সঙ্গে থাকা মেট্রো ভবনের এক কর্তা বলেন, দুর্গাপুজোর আগে জিএম এখানে পরিদর্শনে এসেছিলেন। সেদিন উনি কর্মরত ইঞ্জিনিয়ার-কর্মীদের কাজে উষ্মাপ্রকাশ করেছিলেন। একপ্রকার ধমকের সুরে বলেছিলেন, আপনারা না পারলে ছেড়ে দিন। আমি রেল বোর্ডকে জানিয়ে দেব, ইস্ট-ওয়েস্ট মেট্রো গোটা রুটে কোনওদিন চলবে না। এখনকার মতো বিক্ষিপ্ত রুটেই পরিষেবা চলবে। ওইদিন জিএম বউবাজারে মাটির তলায় মূল টানেলে নামেননি। এদিন অবশ্য তিনি ভিন্ন মুডে ছিলেন। সকাল ১০টা নাগাদ বউবাজারে পৌঁছন। সেখানে নির্মাণকারী সংস্থা ও অফিসারদের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে বিশদে আলোচনা করেন। প্রয়োজনীয় নির্দেশ দেন। তারপর নীচে নেমে আসেন। বেলা সওয়া ১১টা নাগাদ টানেলের ভিতর দিয়ে হাঁটা শুরু করেন। ১২টা নাগাদ হেঁটে এসপ্ল্যানেড পৌঁছন। সেখান থেকে মেট্রোয় চেপে হাওড়া ময়দান যান।
3d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম বিদ্যালাভের যোগ আছে। কাজকর্মে উন্নতি ও কাজে আনন্দলাভ। অর্থাগমের উত্তম যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৬.৬৭ টাকা১১০.৪৩ টাকা
ইউরো৮৮.২৪ টাকা৯১.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা