কলকাতা

তারকেশ্বরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে পুলিসের অভিযান, সরানো হল লরি

সংবাদদাতা, তারকেশ্বর: মঙ্গলবার তারকেশ্বর-বর্ধমান রোডের উপর বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালাল পুলিস। তারা ক্রেন নিয়ে এসে রাস্তা থেকে সরিয়ে দিল লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা একাধিক লরিকে। বেশ কয়েকটি লরিকে জরিমানাও করা হয়েছে।
তারকেশ্বর থানা এলাকায় বর্ধমান রোডে দীর্ঘদিন ধরেই বেআইনি পার্কিংয়ের রমরমা। পাশাপাশি দোকানিরাও রাস্তার উপর সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রেখে ব্যবসা করেন। ফলে রাস্তা অপরিসর হয়ে পড়ে। তার জেরেই সোমবার পথ দুর্ঘটনায় মৃত্যু হয় পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানা এলাকার মহিষগড়িয়ার বাসিন্দা অমর কাঞ্জিলালের। বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগড়ে দেন। স্থানীয় মানুষের চাপেই এদিন বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অবশেষে অভিযান চালায় তারকেশ্বর থানা ও পুলিস ট্রাফিক বিভাগ।
এদিন সকাল থেকেই তারকেশ্বর-বর্ধমান রোডে দাঁড়িয়ে থাকা লরি সরাতে তৎপর হয়ে ওঠে পুলিস। রাস্তা থেকে বেশ কয়েকটি লরিকে ক্রেন দিয়ে সরিয়ে দেওয়া হয়। জরিমানাও করা হয়। পুলিসের পাশাপাশি পুরসভার পক্ষ থেকেও বেআইনি পার্কিং সরাতে মাইকিং করা হয়। তারকেশ্বর পুরসভার পুরপ্রধান উত্তম কুণ্ডু গাড়ির মালিকদের রাস্তা থেকে গাড়ি সরানোর নির্দেশ দেন। অন্যথায়, আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেন।
এই সময় ভিন রাজ্য থেকে লরি করে আলুর বীজ আসে। সেই লরিগুলি রাস্তাজুড়ে দাঁড়িয়ে থাকে। এর ফলেই যানজটের সৃষ্টি হয়। পুরসভার পক্ষ থেকে ভিন রাজ্যের লরিগুলিকে বাসস্ট্যান্ডে পার্কিং করতে নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তার উপর লরি রেখে আলু লোড-আনলোড করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
প্রশাসনের এই তৎপরতায় খুশি এলাকার বাসিন্দারা। তবে তাঁদের বক্তব্য, দুর্ঘটনা না ঘটনা পর্যন্ত পুলিস-প্রশাসন তৎপরতা দেখায় না, আবার কিছুদিন পর আবার যে কে সেই অবস্থা হয়ে যায়।
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা