কলকাতা

রাতে পুকুরে বিষ, দেগঙ্গায় কয়েক লক্ষ টাকার মাছ নষ্ট

নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাতারাতি মাছভরা পুকুরে মেশানো হল বিষ। নষ্ট হয়ে গেল কয়েক লক্ষ টাকার মাছ। ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার অন্তর্গত সেকেন্দানগর এলাকায়। বিষয়টি নিয়ে সোমবার রাতেই থানায় অভিযোগ দায়ের করেছেন মাছচাষি রাজীব মণ্ডল ও মোজাম্মেল মোল্লা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
সেকেন্দানগরের বাসিন্দা রাজীব মণ্ডল ও মোজাম্মেল মোল্লারা এলাকার বেশ কয়েকটি পুকুর লিজে নিয়ে মাছচাষ করেন। বৃহস্পতিবার একটি বড় অর্ডার ছিল। সেজন্য আশেপাশে চাষের পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসে প্রায় চার বিঘার একটি পুকুরে সেগুলি মজুত করে রেখেছিলেন। সোমবার রাতে তারা দেখতে পান, পুকুরের মাছ সব ভেসে উঠেছে। দুর্গন্ধে ভরে উঠেছে গোটা এলাকা। তড়িঘড়ি তারা খবর দেন দেগঙ্গা থানায়।
রাজীব বলেন, প্রায় আট লক্ষ টাকার মাছ নষ্ট হয়ে গিয়েছে। ভোটের পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার মাছ বিক্রির বড় একটি অর্ডার ছিল। এখন সব শেষ হয়ে গেল। কে বা কারা এই ঘটনা ঘটাল, তা আমাদের কাছে স্পষ্ট নয়। আমরা কোনওদিন কোনও রাজনীতি করি না। কিন্তু তারপরেও কেন এই আক্রোশ, সেটাই আমাদের কাছে ধোঁয়াশার। অন্যদিকে মোজাম্মেল মোল্লা বলেন, আমি এবং আমার এক ভাইপো মিলে এলাকায় বেশ কয়েকটি পুকুরে মাছ চাষ করি। পুকুরগুলিতে রুই, কাতলা, মৃগেল, বাটা, কই, চিংড়ি সহ একাধিক রকমের মাছ চাষ হয়েছিল। সেগুলি তুলে নিয়ে এসে ওই পুকুরটিতে রাখা হয়েছিল। হঠাৎই এদিন রাতে জানতে পারি, পুকুরের মাছ সব মরে ভেসে উঠেছে। বিষয়টি লিখিত আকারে পুলিসকে জানিয়েছি।-নিজস্ব চিত্র
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা