কলকাতা

স্ট্যান্ডের সমস্যার জন্য বাগবাজার-গড়িয়া রুটের বাস কমেছে, তীব্র দুর্ভোগ যাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর কলকাতার বাগবাজার থেকে ই এম বাইপাস হয়ে গড়িয়া যাওয়ার একটি বেসরকারি রুটের বাসের সংখ্যা উদ্বেগজনকভাবে কমে গিয়েছে। যাত্রীরা এতে দুর্ভোগে পড়েছেন। শুধু উত্তর কলকাতার বাসিন্দারা নন, বিধাননগর রেল স্টেশনে নামার পর যাত্রীরা বাইপাস সংলগ্ন বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এই রুটের বাসটির উপর অনেকটাই নির্ভর করতেন। কারণ বাগবাজার থেকে গড়িয়া পর্যন্ত এস-২১ সরকারি রুটে (বাইপাসের প্রথম বাস রুট) বাসের সংখ্যা এখন হাতেগোনা। কালেভদ্রে ওই বাসের দেখা মেলে। আরও দু’টি বেসরকারি বাস রুট থাকলেও তাদের বাসের সংখ্যা অ঩নেক কম। সাম্প্রতিক একটি সমস্যার জেরে ওই দুটি রুটের বাস আরও কমেছে বলে জানা গিয়েছে।
জানা গেল, সমস্যা হয়েছে গড়িয়া স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ডে বাস রাখা নিয়ে। বাগবাজার-গড়িয়া রুটের বাসগুলি এখন ওই স্ট্যান্ডে যাচ্ছে না। গড়িয়া ঢালাই ব্রিজ পর্যন্ত গিয়ে ফিরে আসছে। কিন্তু 
এজন্য যাত্রী, তথা আয় কমে গিয়েছে বলে বাসমালিক ও কর্মীদের অভিযোগ। এমনকী যাত্রী কমে যাওয়ার কারণে অনেক কর্মী অন্য রুটে কাজও করছেন। বাগাবাজার-গড়িয়া রুটে মোট ৩০টি বাস রয়েছে। তবে অনেক বাস এখন চালানো সম্ভব হচ্ছে না বলে এক মালিক জানিয়েছেন। আগে যেখানে ১০ মিনিট ছাড়া বাস ছাড়ত,  সেটা এখন করা যাচ্ছে না।
গড়িয়া স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ডে গাড়ি রাখা নিয়ে সমস্যার কারণ কী? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই জায়গায় বেশ কয়েকটি বেসরকারি বাসের রুটের টার্মিনাস থাকায় যানজট হচ্ছিল। পুজোর আগে স্থানীয় পুলিস, পুর প্রশাসন বৈঠক করে সিদ্ধান্ত নেয়, যে সব বাসের পারমিট ঠিকঠাক নেই, তাদের ওখানে দাঁড়াতে দেওয়া হবে না। এরপর বাগবাজার-গড়িয়া রুটের সব বাস, পাইকপাড়া-গড়িয়া এবং শ্যামবাজার-গড়িয়া রুটের কিছু বাসের ওই স্ট্যান্ডে ঢোকা বন্ধ হয়ে যায়। বাগবাজার-গড়িয়া রুটের এক বাসমালিক জানিয়েছেন, এই রুটটির ব্যাপারে পরিবহণ দপ্তর সব জানে। আমাদের, মানে মালিকদের কাছে বাসের পারমিট সহ অন্যান্য সব নথি আছে। তবে সেই পারমিট অন্য রুটের। কারণ এই রুটের পারমিটের জন্য আবেদন করা হলেও এখন  পাওয়া যায়নি। বাস মালিকদের সূত্রে দাবি করা হচ্ছে, আসল কারণটি অন্য। গড়িয়া বাস স্ট্যান্ডে গাড়ি রাখার জন্য স্থানীয় প্রভাবশালীদের যে বিশেষ ‘সুবিধা’ দেওয়া হতো, সেটা বন্ধ করে দেওয়ার পর থেকেই সমস্যা তৈরি করা হয়েছে। তবে এই সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা চলছে। 
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা