কলকাতা

রাস্তা-রেলগেট কিছুই নেই মাধবপুর স্টেশনে, ঝুঁকি নিয়ে পারাপার চলছে

সংবাদদাতা, বারুইপুর: লাইন পারাপারের রাস্তা এবং রেলগেট, দু’টিই নেই লক্ষ্মীকান্তপুর শাখার গুরুত্বপূর্ণ মাধবপুর স্টেশনের উত্তর বা দক্ষিণ দিকে। চলছে ঘাড়ে সাইকেল নিয়ে, হেঁটে ঝুঁকির লাইন পারাপার। অথচ দুই দিকেই রেল লাইনের আগে পর্যন্ত ঢালাই রাস্তা রয়েছে। কিন্তু মাঝে তাদের মধ্যে কোনও সংযোগ নেই, চলে গিয়েছে রেল লাইন। এভাবে পারাপারের ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এছাড়া আশপাশ এলাকা থেকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সকে পাশের ব্লক হাসপাতালে যেতে হচ্ছে নয় কিলোমিটার পথ ঘুরে। সমস্যাটি নিয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রাক্তন সাংসদ চৌধুরীমোহন জাটুয়া একাধিকবার রেলদপ্তরে চিঠি দিয়েছেন। তৃণমূলেরই বর্তমান সাংসদ বাপি হালদার বলেন, আমি নিজেও রেলমন্ত্রীর কাছে এই বিষয়ে বারংবার জানিয়েছি। কিন্তু কোনও উত্তর মেলেনি। আবারও জানানো হবে। আর পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখব।
লক্ষ্মীকান্তপুর শাখার মাধবপুর স্টেশন এলাকাতেই রয়েছে মন্দিরবাজারের বীরেশ্বরপুর গৌর মণ্ডল শচীন মণ্ডল কলেজ। রোজ কয়েকশো ছাত্রছাত্রী এই স্টেশন ধরেই কলেজে যান। মন্দিরবাজারের নাইয়ারাট ব্লক হাসপাতালও স্টেশন থেকে কিছু দূরে। এছাড়া মন্দিরবাজার ব্লক অফিস যেতেও এই স্টেশনই ভরসা। কিন্তু স্টেশনের উত্তর বা দক্ষিণ দিকে রাস্তা ও রেলগেট নেই। ফলে দক্ষিণ দিকের বড় কইপুকুর, ছোট কইপুকুর, যাদবপুর, পানাপুকুর গ্রামের মানুষজনকে নিত্য প্রয়োজনে রেল লাইন টপকাতে হয়। একই হাল উত্তর দিকের পাটকেলবেড়িয়া, গোবিন্দপুর, নয়াবাদ, বাপুলি বাজার এলাকার বাসিন্দাদেরও।
রাস্তা বা রেলগেট না থাকায় এইসব এলাকার বাসিন্দাদের স্থানীয় নাইয়ারাট ব্লক হাসপাতালে যেতে নয় কিলোমিটার পথ ঘুরতে হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, রাস্তা সহ রেলগেট নির্মাণের ব্যাপারে রেল কর্তৃপক্ষ কোনও নজরই দিচ্ছে না। আমাদের অসুবিধায় পড়তে হচ্ছে রোজ। সাইকেল নিয়ে তাড়াহুড়ো করে রেল লাইন পার হতে গিয়ে অনেকেই পড়ে গিয়ে চোট পান। কবে রেলগেট হবে, সেই আশায় দিন গুনছি আমরা। স্থানীয় কৃষ্ণপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান স্বরূপ নস্কর বলেন, অনেকবার রেলকে জানানো হলেও কোনও কাজ হয়নি। এখানকার প্রাক্তন ও বর্তমান সাংসদ অনেক চেষ্টা করছেন। অবিলম্বে এই ব্যাপারে রেলের নজর দেওয়া উচিত।-নিজস্ব চিত্র
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা