রাজ্য

রাজ্যে ফের রেল দুর্ঘটনা, রক্ষণাবেক্ষণ ঘিরে প্রশ্ন 
 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও সংবাদদাতা, উলুবেড়িয়া: সাতসকালে রেল দুর্ঘটনা। আর তার জেরে একের পর এক ট্রেন বাতিল। যাত্রীদের চূড়ান্ত দুর্ভোগ। শনিবার ভোর থেকে প্রায় ১২ ঘণ্টা ব্যাপকভাবে ব্যাহত হল দক্ষিণ-পূর্ব রেলের পরিষেবা। এদিন সকাল সাড়ে ৫টা নাগাদ শালিমারগামী ডাউন সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস নলপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। স্থানীয় সূত্রে খবর, যাত্রীবোঝাই ট্রেনটি ট্র্যাক বদলের সময় বেলাইন হয়ে পড়ে। ২৬ নম্বর পয়েন্টের কাছে ডাউন লাইন থেকে মিডল লাইনে ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে। ইঞ্জিনের পিছনে থাকা পার্সেল ভ্যান ও দু’টি কামরা লাইনচ্যুত হয়। বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তবে ট্র্যাক বদলের সময়ের ট্রেনের গতি কম থাকায় কোনও প্রাণহানি ঘটেনি।
ঘটনার আকস্মিকতায় হতভম্ব বহু যাত্রী প্রাণ বাঁচাতে ভারী ভারী লাগেজ নিয়েই দুর্ঘটনাগ্রস্ত ট্রেন থেকে ঝাঁপ মারেন। অত্যন্ত ব্যস্ত এই লাইনে সকালেই এমন দুর্ঘটনার কারণে হাওড়া-খড়গপুর শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরন বলেন, ‘ভোর ৫টা ৩১ মিনিট নাগাদ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মিডল লাইন সংস্কার করে বেলা ২.৩০টে নাগাদ ট্রেন চলাচল শুরু করা হয়। বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ ডাউন লাইনেও ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’ দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র বলেন, ‘এই ঘটনার তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ১০ দিনের মধ্যে প্রাথমিক রির্পোট জমা দিতে বলা হয়েছে।’ এক্ষেত্রে কারও কর্তব্যে গাফিলতি প্রমাণিত হলে কড়া পদক্ষেপ করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের ওই শীর্ষকর্তা। তবে ক্ষুব্ধ যাত্রীদের অভিযোগ, প্রতিবারই দুর্ঘটনা ঘটলে রেলমন্ত্রী থেকে শুরু করে রেলের বড় বড় কর্তারা তদন্তের আশ্বাস দিয়ে হাত ধুয়ে ফেলেন। কিন্তু পরিস্থিতির কোনও বদল হয় না। জীবন হাতে নিয়েই এখন যাতায়াত করতে হয় ট্রেনে। 
প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে দক্ষিণ-পূর্ব রেলে একাধিক ভয়ানক দুর্ঘটনা ঘটেছে। গত বছর ২ জুন ওড়িশার বাহানাগায় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ২৯৬ জন যাত্রী মারা যান। সেই ঘটনার পরও যাত্রী সুরক্ষায় বিরাট কোনও পরিবর্তন আসেনি। ছোট-বড় দুর্ঘটনা লেগেই রয়েছে। স্বভাবতই প্রশ্ন উঠছে, যাত্রী সুরক্ষায় রেল আদৌ সচেষ্ট তো? এদিনের দুর্ঘটনার অভিজ্ঞতা বলতে গিয়ে রীতিমতো শিউরে উঠছিলেন উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা তথা রেলকর্মী রাকেশ রাজভড়। তাঁর কথায়, ‘ওই মুহূর্তের কথা মনে এলেই আতঙ্ক ঘিরে ধরছে। শালিমার থেকে এই ট্রেনেই সেকেন্দ্রাবাদ গিয়েছিলাম। ফেরার পথে যা ঘটল, সারা জীবন মনে থাকবে।’ 
2d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম বিদ্যালাভের যোগ আছে। কাজকর্মে উন্নতি ও কাজে আনন্দলাভ। অর্থাগমের উত্তম যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৬.৬৭ টাকা১১০.৪৩ টাকা
ইউরো৮৮.২৪ টাকা৯১.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা