কলকাতা

বনগাঁয় ফের দুর্ঘটনা, দুই যুবকের মৃত্যু

সংবাদদাতা, বনগাঁ: আবার পথ দুর্ঘটনায় মৃত্যু বনগাঁয়। শুক্রবার রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাইক আরোহী দুই যুবকের। মৃতদের নাম শুভজিৎ সরকার (২৬) ও সন্দীপ ঘোষ (৩০)। তাঁরা পেট্রাপোল থানার কালিয়ানির বাসিন্দা। শুক্রবার রাতে দুই বন্ধু বাইকে করে বাড়ি ফিরছিলেন। তখন বনগাঁ জয়পুর কালীবাড়ি এলাকায় যশোর রোডে পেট্রাপোলগামী একটি ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্দীপের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় শুভজিতের। ঘটনার পর লরিচালক পলাতক। লরিটি আটক করেছে পুলিস।
জানা গিয়েছে, কলিয়ানির বাসিন্দা শুভজিৎ একটি মোটর সাইকেল গ্যারাজে কাজ করতেন। শুক্রবার তিনি কাজে যাননি। এদিন রাত সাড়ে এগারোটা নাগাদ প্রতিবেশী বন্ধুকে নিয়ে বাইকে করে বনগাঁর দিক থেকে যশোর রোড দিয়ে বাড়ি ফিরছিলেন। তখন জয়পুর কালীবাড়ি এলাকায় প্রথমে রাস্তায় উঠতে যাওয়া একটি ভ্যানে ধাক্কা দেয় তাঁদের বাইক। এর ফলে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পেট্রাপোলগামী একটি ট্রাকের গায়ে ধাক্কা দেয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী সন্দীপের। পরে হাসপাতালে যাওয়ার সময় রাস্তায় শুভজিতের মৃত্যু হয়। শুভজিৎ বাইক চালাচ্ছিলেন। কারও মাথায় হেলমেট ছিল না।
এদিকে, একের পর এক পথ দুর্ঘটনায় চিন্তায় বনগাঁবাসী। গত দু’মাসে মহকুমায় আটজনের মৃত্যু হয়েছে পথ দুর্ঘটনায়। গত মঙ্গলবারই মেয়েকে স্কুলে দিয়ে ফেরার পথে ১ নম্বর রেলগেট সংলগ্ন সুভাষপল্লি এলাকায় যশোর রোডে ট্রাকের ধাক্কায় লক্ষ্মী বিশ্বাস নামে এক মহিলার মৃত্যু হয়। তিনদিনের ব্যবধানে ফের পথ দুর্ঘটনায় মৃত্যু। একের পর এক এমন দুর্ঘটনায় প্রশাসনের গাফিলতিকেই দায়ী করছেন শহরের বাসিন্দারা। বনগাঁর বাসিন্দা সুজয় বিশ্বাস বলেন, দিন দিন শহরে বাইকের দাপট বাড়ছে , সঙ্গে বাড়ছে দুর্ঘটনা। রাস্তায় বের হতে ভয় লাগে।
এছাড়াও বনগাঁ শহর দিয়ে রোজ শয়ে শয়ে পণ্যবাহী ট্রাক পেট্রাপোল সীমান্তে যাতায়াত করে। সকাল ৯টা থেকে ১২টা এবং বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত শহরে ট্রাক চলাচল বন্ধ থাকলেও বেআইনিভাবে বহু ট্রাক চলাচল করে এই সময়ে। এটাও শহরবাসীর কাছে মাথাব্যথার কারণ। বনগাঁ পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার সুমন্ত কবিরাজ বলেন, শহরে যান নিয়ন্ত্রণ করা হয়। তবে দুর্ঘটনা এড়াতে সব দপ্তরের সঙ্গে আলোচনা করে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি বাইক আরোহী ও চালকদের হেলমেট ব্যবহার করার বিশেষ আবেদন জানিয়েছে বনগাঁ জেলা পুলিস।
3d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম বিদ্যালাভের যোগ আছে। কাজকর্মে উন্নতি ও কাজে আনন্দলাভ। অর্থাগমের উত্তম যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৬.৬৭ টাকা১১০.৪৩ টাকা
ইউরো৮৮.২৪ টাকা৯১.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা