খেলা

ওড়িশাকে হারাতে মরিয়া মোহন বাগান

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ডাগ-আউটের ঠিক উল্টোদিকে ওড়িশা সমর্থকদের গ্যালারি। সাজানো থাকে প্রভু জগন্নাথের ছবি আঁকা বিশাল পতাকা।  ড্রাম, ফেস্টুন, স্লোগানে শব্দব্রহ্ম আছড়ে পড়ে প্রতিপক্ষ রিজার্ভ বেঞ্চে। রবিবার মোহন বাগান বনাম ওড়িশা ম্যাচের আগেও যুদ্ধ যুদ্ধ আবহ। শনিবারের বারবেলায় কামিংসরা পৌঁছতেই টিকিটের চাহিদা তুঙ্গে। সিংহের গুহায় ঢুকে সিংহ শিকার করতে প্রস্তুত হোসে মোলিনাও। ধুন্ধুমার লড়াইয়ের  আগে মোহন বাগান কোচের মন্তব্য, ‘প্রতিপক্ষ বেশ ওজনদার। ফুটবলাররা সবাই পরিস্থিতির গুরুত্ব জানে।’
মেগা ম্যাচের আগে মোহন বাগানকে উদ্বেগে রেখেছে গ্রেগ স্টুয়ার্টের চোট। সূত্রের খবর, দলের এক নম্বর প্লে-মেকারের আরও কিছু মেডিক্যাল টেস্ট প্রয়োজন। তেমন হলে দেশে ফিরতে পারেন স্টুয়ার্ট। মোদ্দা কথা, আরও কিছুদিন বাইরে থাকতে হবে তাঁকে। ছোট্ট ছোট্ট পাসে আক্রমণ গড়েন স্কটিশ ফুটবলার। পাশাপাশি বাঁক খাওয়ানো ফ্রি-কিক ও কর্নার নিতে জুড়ি নেই। ওড়িশার বিরুদ্ধে স্টুয়ার্টের অভাব ঢাকা বড় চ্যালেঞ্জ। তবে হোসে মোলিনা অভিজ্ঞ কোচ। পরিবর্ত হিসাবে গড়গড়িয়ে সাহাল, পেত্রাতোস, আপুইয়াদের নাম বলে গেলেন। তাঁর সাবধানী মন্তব্য, ‘সব ম্যাচই স্পেশাল। প্রতিপক্ষ অনুযায়ী স্ট্র্যাটেজি তৈরি করাই আমাদের কাজ।’ অনুশীলনে ইঙ্গিত, ৪-২-৩-১ ফর্মেশনে দল সাজাবেন স্প্যানিশ কোচ। রক্ষণে আলবার্তো আর আলড্রেড পালা করে রয় বা মরিসিওকে রুখবেন। পাশাপাশি এরিয়াল বলেও ওড়িশা খুবই বিপজ্জনক। নিঃশব্দে প্রতিপক্ষ বক্সে উঠে আসেন দীর্ঘকায় ডিফেন্ডার মোর্তাদা ফল। এক্ষেত্রে বাড়তি দায়িত্ব নিতে হবে আলবার্তোকে। ডিফেন্সের ঠিক উপরে অনিরুদ্ধ থাপা ও আপুইয়াকে খেলানোর সম্ভাবনা। অন্যদিকে, স্টুয়ার্টের পরিবর্তে পেত্রাতোসকে ব্যবহারের ভাবনা টিম ম্যানেজমেন্টের। মোলিনার সবচেয়ে বিপজ্জনক অস্ত্র মনবীর সিং আর লিস্টন কোলাসো। দুই উইং হাফ ছন্দে থাকলে গোল তুলে নিতে অসুবিধা হবে না। 
অন্যদিকে, গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই স্বস্তি ওড়িশা শিবিরে। নির্বাসন মিটিয়ে বেঞ্চে ফিরছেন কোচ লোবেরা। অন্যদিকে মরক্কোর আহমেদ জাহুও খেলবেন। মাঝমাঠে জাহু আর বোমাসকে একসঙ্গে ব্যবহার করে প্রতিপক্ষকে চাপে ফেলতে চান লোবেরা। স্প্যানিশ কোচের মন্তব্য, ‘আইএসএলে শুরুটা ভালো হয়নি। ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া ফুটবলাররা।’ উল্লেখ্য, ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোহন বাগান। পক্ষান্তরে, সাত ম্যাচে ওড়িশার সংগ্রহ আট পয়েন্ট। 
 ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম বিদ্যালাভের যোগ আছে। কাজকর্মে উন্নতি ও কাজে আনন্দলাভ। অর্থাগমের উত্তম যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৬.৬৭ টাকা১১০.৪৩ টাকা
ইউরো৮৮.২৪ টাকা৯১.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা