খেলা

লিওয়ানডস্কির গোল বাতিল, লা লিগায় হার বার্সেলোনার

মাদ্রিদ: সাত ম্যাচ পর থামল বার্সেলোনার বিজয়রথ। রবিবার অ্যাওয়ে ম্যাচে রিয়াল সোসিদাদের কাছে ০-১ গোলে হারের মুখ দেখল হান্স ফ্লিকের ছেলেরা। সব টুর্নামেন্ট মিলিয়ে চলতি মরশুমে এটি বার্সার তৃতীয় হার। ৩৩ মিনিটে সোসিদাদের হয়ে জয়সূচক গোলটি শেরাল্ডো বেকারের। ম্যাচের শুরুতেই অবশ্য রবার্ট লিওয়ানডস্কির গোলে এগিয়ে গিয়েছিল বার্সা। ভারের সাহায্য নিয়ে তা বাতিল করেন রেফারি। ম্যাচ শেষে এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে বার্সা শিবির। তাঁর দলকে ন্যায্য গোল থেকে বঞ্চিত হতে হয় বলে দাবি করেন কোচ ফ্লিক। ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল।
চোটের কারণে এদিন দলে ছিলেন না লামিনে ইয়ামাল। তাই ছক বদলে ৪-৩-৩’এর পরিবর্তে ৪-২-৩-১ ফর্মেশনে দল সাজান বার্সা কোচ। ম্যাচের ১৫ মিনিটে জাল কাঁপান লিওয়ানডস্কি। প্রতিপক্ষ বক্সে দুই ডিফেন্ডারের মধ্যে থেকেই বল গোলে ঠেলেন তিনি। তবে রিপ্লেতে দেখা যায়, বল রিসিভের সময় প্রতিপক্ষ ফুটবলারের শরীরের লাইন থেকে পিছিয়ে থাকলেও পোলিশ স্ট্রাইকারের বুট সামান্য বেরিয়ে আছে। তাই অফ-সাইডের বাঁশি বাজান রেফারি। এরপর প্রতি-আক্রমণ থেকে সোসিদাদকে এগিয়ে দেন শেরাল্ডো (১-০)। বিরতির পর ড্যানি ওলমোকে এনে আক্রমণে চাপ বাড়ান বার্সা কোচ। তবে বেশ কিছু সুযোগ পেয়েও জাল কাঁপাতে ব্যর্থ বার্সা অ্যাটাকাররা। ম্যাচ শেষে কোচ ফ্লিক জানান, ‘দিনটা আমাদের ছিল না। শুরুটা ভালো করেও একটি ভুল সিদ্ধান্ত সবকিছু পাল্টে দিল। এরপর ছেলেরা ক্রমশ ম্যাচ থেকে হারিয়ে যায়। নিজেদের ব্যর্থতায় গোল হজম করতে হয়েছে। তবে এই হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে হবে।’ উল্লেখ্য, এদিন নতুন করে চোটের তালিকায় নাম লেখালেন ফ্র্যাঙ্কি ডে জং। পাশাপাশি পিঠের চোটের কারণে আসন্ন উয়েফা নেশনস লিগে পোল্যান্ডের হয়ে খেলা হবে না লিওয়ানডস্কির।
রিয়াল সোসিদাদ- ১               :                বার্সেলোনা- ০
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা