খেলা

ওড়িশার বিরুদ্ধে গ্রেগ স্টুয়ার্টের অভাব ঢাকতে ব্যর্থ দিমিত্রিরা

অলোক মুখার্জি: আইএসএলে শেষ তিনটি ম্যাচে জিতে রবিবার মাঠে নামে মোহন বাগান। ভেবেছিলাম, ওড়িশা থেকেও পুরো পয়েন্ট নিয়ে ফিরবে মোলিনা ব্রিগেড। গত কয়েক বছরের তুলনায় রয় কৃষ্ণা-হুগো বোমাসদের খেলায় এবার সেই তেজটা উধাও। এমনকী, কোচ সের্গিও লোবেরা এখনও দল গুছিয়ে নিতে ব্যর্থ। সেই সুযোগটা কাজে লাগানো উচিত ছিল দিমিত্রি-ম্যাকলারেনদের। তবে গোটা ম্যাচেই তাদের খেলাতে সেই ঝাঁঝ দেখা মিলল না। এই জায়গাতেই গ্রেগ স্টুয়ার্টের অভাব বোঝা গেল। বরং বলা ভালো, বিশাল কাইথের বিশ্বস্ত দস্তানায় ভর করে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল মোহন বাগান।
গত বছর আইএসএলের প্লে-অফে শেষবার মুখোমুখি হয়েছিল এই দু’দল। সেবার প্রথম লেগে কলিঙ্গ স্টেডিয়ামে হারের মুখ দেখে মোহন বাগান। প্রাক্তন দলের বিরুদ্ধে গোটা ম্যাচে অনবদ্য ফুটবল খেলেছিল রয় কৃষ্ণা। এবার তো আবার হুগো বোমাসকে সই করিয়েছে তারা। এছাড়া আহমেদ জাহু, ডিয়েগো মরিসিওর মতো বিদেশি রয়েছে ওদের। সেই তুলনায় ওড়িশার ভারতীয় স্কোয়াডটা একটু হলেও দুর্বল। এই জায়গাতেই রবিবার এগিয়ে থেকে মাঠে নেমেছিল মোহন বাগান। তবে শুরুতেই আশিস রাইয়ের শিশুসুলভ ভুলের খেসারত দিতে হয় দলকে। গোল হজম করেও দমে যায়নি মোহন বাগান। মনবীরের দুরন্ত লক্ষ্যভেদে প্রথমার্ধেই লড়াইয়ে ফেরে দল। তবে এরপর কেমন যেন ম্যাচ থেকে হারিয়ে গেল সবুজ-মেরুন ব্রিগেড। জয়সূচক গোলের জন্য সেই মরিয়া চেষ্টা দেখা গেল না মোহন বাগান অ্যাটাকারদের মধ্যে। এই পর্বেই গ্রেগ স্টুয়ার্টের না থাকাটা হাড়ে হাড়ে টের পেলেন কোচ মোলিনা।
গত কয়েক ম্যাচে মোহন বাগান আপফ্রন্টকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছিল এই স্কটিশ ফুটবলার। ওর সাজানো বল থেকেই একের পর এক গোল করেছে ম্যাকলারেন-শুভাশিসরা। তবে রবিবার তার জায়গায় প্রথম একাদশে সুযোগ পাওয়া দিমিত্রি পেত্রাতোস ভরসা জোগাতে ব্যর্থ। গত দুই মরশুমে প্রায় একার কাঁধে মোহন বাগানকে টেনেছিল এই অজি ফুটবলার। তবে এবার সে প্রথম একাদশে অনিয়মিত হয়ে পড়েছে। ফিটনেসের ঘাটতি এখনও মেটেনি। তাই রবিবার চেষ্টা করেও সেরাটা মেলে ধরতে ব্যর্থ দিমি। এমনকী, জেমি ম্যাকলারেনকেও বেশ ছন্দহীন দেখাল। পরিবর্ত হিসেবে মাঠে নামা জেসন কামিংসও সেভাবে সুযোগ পেল কোথায়। আসলে মাঝমাঠ থেকে গোলের জন্য বল বাড়ানোর লোকই যেন ছিল না। বরং বছর দুয়েক আগের রয় কৃষ্ণা হলে রবিবার অনেক আগেই ম্যাচটা পকেটে পুরে ফেলল ওড়িশা। প্রথমার্ধে দু’বার পিছন থেকে ভেসে আসা বল খুঁজে নিয়েছিল কৃষ্ণাকে। দু’বারই সবুজ-মেরুন ডিফেন্ডাররা জায়গায় ছিল না। আলবার্তো ও আলড্রেড, দু’জনের মধ্যেই চেষ্টার ত্রুটি নেই। কিন্তু পজিশনিং সেন্স আরও ভালো করতে হবে। প্রতি ম্যাচে তো আর কাইথের গ্লাভস বিশাল হয়ে উঠবে না। সামনে লম্বা বিরতি। কোচ মোলিনার উচিত এরমধ্যে যাবতীয় দুর্বলতা ঢেকে ফেলা।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা