খেলা

রোহিতের অনুপস্থিতিতে ক্যাপ্টেন বুমরাহ

মুম্বই: নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের পর ভারতীয় দলের ড্রেসিং রুমে কি অসন্তোষ দানা বেঁধেছে? না হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ক্যাপ্টেন রোহিত শর্মার খেলার বিষয়ে কোচ গৌতম গম্ভীর অন্ধকারে কেন? সোমবার পারথের বিমান ধরার আগে সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে স্পষ্ট কোনও উত্তর দিতে পারলেন না বুমরাহদের হেডস্যার। কিউয়িদের বিরুদ্ধে ভরাডুবির পর এটাই ছিল কোচ গোতির প্রথম সাংবাদিক সম্মেলন। স্বভাবতই একের পর এক কঠিন প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে।
প্রথম টেস্টে অধিনায়ক সম্ভবত বুমরাহ, ওপেনার লোকেশ
ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন না রোহিত শর্মা, যা নিয়ে চর্চা বহুদিনের। কিন্তু অস্ট্রেলিয়ার বিমান ধরার আগেও কোচ গম্ভীর এই ব্যাপারে এখনও নিশ্চিত নন। সেই কারণেই প্রশ্ন উঠছে, তাহলে কি কোচের সঙ্গে ক্যাপ্টেনের কথাবার্তা হয় না? কেনই বা রোহিত অবস্থান স্পষ্ট করেননি? তবে হিটম্যান না খেললে বিকল্প ব্যবস্থা তৈরি। কোচ জানিয়েছেন, ‘বুমরাহ ভাইস ক্যাপ্টেন। স্বাভাবিক নিয়মেই ক্যাপ্টেনের অনুপস্থিতিতে ও নেতৃত্ব দেবে। আর ওপেনার হিসেবে অভিমন্যু ঈশ্বরণ ও লোকেশ রাহুল আছে। এটা গুরুত্বপূর্ণ সিরিজ। আমরা অভিজ্ঞতার উপর বিশেষ জোর দিচ্ছি।’
প্রস্তুতির জন্য ১০ দিনই যথেষ্ট
রবিবার রাতে প্রথম দফায় পারথের বিমান ধরেছিলেন সিরাজ, আকাশদীপরা। সোমবার গেলেন বাকিরা। ২২ নভেম্বর প্রথম টেস্ট। তার আগে হাতে দিন দশেক সময়। একটা সময় ঠিক হয়েছিল, ভারতীয় এ দলের বিরুদ্ধে একটা প্রস্তুতি ম্যাচ খেলবেন কোহলিরা। কিন্তু সেটা বাতিল করে দেন গম্ভীর। তা নিয়ে কম সমালোচনা হয়নি। তবে সেটাকে পাত্তা দিতে নারাজ তিনি। গম্ভীরের কথায়, ‘আমাদের দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। এর আগে তারা অস্ট্রেলিয়ায় খেলেছে। সেই অভিজ্ঞতায় লাভবান হবে তরুণ ক্রিকেটাররাও। প্রথম টেস্টের আগে পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ১০ দিন যথেষ্ট।’
বিরাটের পাশে দাঁড়িয়ে কড়া জবাব পন্টিংকে
সম্প্রতি বিরাট কোহলির অফফর্ম নিয়ে সমালোচনা করেছেন রিকি পন্টিং। প্রাক্তন অজি অধিনায়কের এই মনোভাব ভালোভাবে নেননি গম্ভীর। তিনি পাল্টা শুনিয়ে দিয়েছেন, ‘ভারতীয় ক্রিকেট নিয়ে পন্টিংয়ের এত মাথাব্যথা কীসের? বরং অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ে ওর চিন্তা করা উচিত। বিরাট, রোহিত সম্পর্কে না ভাবলেও চলবে। ওরা ভারতীয় ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে। আরও অনেক কিছু দেওয়া বাকি। ওদের রানের খিদে এখনও প্রথম দিনের মতোই রয়েছে।’
শার্দূলের জায়গায় কেন নীতীশ রেড্ডি?
তাড়াহুড়ো করে অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করেছেন জাতীয় নির্বাচকরা। এমন একটা গুরুত্বপূর্ণ সিরিজে একঝাঁক তরুণ ক্রিকেটারের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে অভিজ্ঞ শার্দূল ঠাকুরের পরিবর্তে নীতীশ রেড্ডির অন্তর্ভুক্তি নিয়ে। এই ব্যাপারে গম্ভীরের যুক্তি, ‘আমরা সামনের দিকে তাকাচ্ছি। দলের স্বার্থে সেরা ক্রিকেটারদের বেছে নেওয়া হয়েছে। নীতীশ খুবই প্রতিভাবান অলরাউন্ডার। সুযোগ পেলে নিশ্চয়ই সেরাটা মেলে ধরবে, সেই আস্থা আমাদের আছে।’ গম্ভীরের কথায় স্পষ্ট, শার্দূলের জন্য ভারতীয় টেস্ট দলের দরজা আপাতত বন্ধ। উল্লেখ্য, গত সফরে গাব্বায় ভারতের হয়ে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরেছিলেন শার্দূল।
ভারতীয় ‘এ’ দলের সঙ্গে কেন গেলেন না হর্ষিত রানা?
মহম্মদ সামি আনফিট। তাই বুমরাহ, সিরাজ, আকাশ দীপদের সঙ্গে পেস ব্রিগেডের নতুন মুখ হর্ষিত রানা। এটা তাঁর প্রথম অস্ট্রেলিয়া সফর। তবুও তাঁকে ভারতীয় এ দলের সঙ্গে আগে ডনের দেশে পাঠানো হয়নি। এই প্রসঙ্গে গম্ভীরের যুক্তি, ‘হর্ষিত প্রথম শ্রেণির ক্রিকেটে অসমের বিরুদ্ধে খেলেছে। তাছাড়া আমরা পেসারদের ওয়ার্কলোডের উপর বিশেষ নজর দিচ্ছি।’
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা