খেলা

ব্যর্থ বরুণের ঘূর্ণি, জিতল প্রোটিয়ারা

জিকেরবেরহা: সঞ্জু স্যামসনের ঝোড়ো সেঞ্চুরি সিরিজের প্রথম ম্যাচে এনে দিয়েছিল জয়। রবিবার দ্বিতীয় টি-২০ ম্যাচে বরুণ চক্রবর্তীর পাঁচ উইকেট যদিও বৃথা গেল। বিশ্বচ্যাম্পিয়নদের ব্যাটিং ব্যর্থতা ঢেকে দিতে পারল না তাঁর ম্যাজিক স্পেল। দুরন্ত বোলিংয়ে জয়ের আশা উস্কে দিলেও শেষ পর্যন্ত ট্র্যাজিক নায়ক হয়েই থাকলেন বরুণ। চাপের মুখে ট্রিস্টান স্টাবস (অপরাজিত ৪৭) ও জেরাল্ড কোয়েৎজির (অপরাজিত ১৯) জুটি ছিনিয়ে আনল ৩ উইকেটের অবিস্মরণীয় জয়। ১২৫ রানের টার্গেট তাড়া করে টানটান উত্তেজনার মধ্যে ছয় বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছল দক্ষিণ আফ্রিকা (১২৮-৭)। চার ম্যাচের সিরিজে এখন ১-১। সিরিজের তৃতীয় ম্যাচ বুধবার সেঞ্চুরিয়নে।
সেন্ট জর্জেস পার্কে বরুণের দাপটে একসময় অবশ্য ৬৬ রানে ছয় উইকেট প঩ড়ে গিয়েছিল হোমটিমের। কেরিয়ারের সেরা বোলিং (৪-০-১৭-৫) করেন মিস্ট্রি স্পিনার। তিনি পরপর ফেরান মার্করাম (৩), হেনড্রিকস (২৪), জানসেন (৭), ক্লাসেন (২), মিলারকে (০)। ১৩টা ডটবল করেন তিনি। রবি বিষ্ণোইয়ের (১-২১) বলে সিমেলানে ফেরার সময় প্রোটিয়াদের স্কোর ছিল ৮৬-৭। এই পরিস্থিতিতে স্টাবস-কোয়েৎজির অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে ৪২ রানের জুটি জেতায় প্রোটিয়াদের। শেষ চার ওভারে ৩৭ রান দরকার ছিল তাদের। বরুণ-বিষ্ণোইয়ের ওভার ফুরিয়ে যাওয়ার পর অধিনায়ক সূর্যকুমার যাদব ভরসা রাখেন অর্শদীপ ও আভেশের উপর। কিন্তু ভরসার মর্যাদা রাখতে ব্যর্থ দুই পেসার। পরের তিন ওভারে ৪০ রান দিয়ে বিপক্ষকে জয় উপহার দেন তাঁরা।  অক্ষর প্যাটেলকে কেন  এসময় বল দেওয়া হল না, তা বড় রহস্য। তিন ওভার বাকি ছিল তাঁর। স্পিনাররাই উইকেট পাচ্ছিলেন। তাহলে কি অক্ষরের স্পিনে আস্থা নেই নেতার?
তার আগে টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে’র ছয় ওভারের মধ্যে তিন উইকেট হারায় ভারত। টানা দুই টি-২০ ম্যাচে শতরানের পর সঞ্জু (০) খাতাই খুলতে পারলেন না। জানসেনের সিম-সুইংয়ে বোকা বনে বোল্ড হন তিনি। দ্বিতীয় ওভারে ফেরেন অভিষেক শর্মা (৪)। দেশের জার্সিতে এই ঘরানায় শেষ সাতটি ম্যাচে বাঁ হাতি ওপেনারের সংগ্রহ মোট ৭০। স্কোরগুলি এমন— ১০, ১৪, ১৬, ১৫, ৪, ৭ ও ৪। পাটা পিচের সঙ্গে সম্ভবত আইপিএলের ওপেনিং পার্টনার ট্রাভিস হেডকেও মিস করছেন অভিষেক। প্রশ্ন উঠছে, আর কত সুযোগ পাবেন তিনি? বিশেষ করে সাত ম্যাচে ৩৫৬ রান করা ঋতুরাজ গায়কোয়াড় যখন স্কোয়াডেই নেই!
বোর্ডে ১৫ রান উঠতে না উঠতেই তৃতীয় উইকেট হারায় ভারত। সূর্য (৪) এলবিডব্লু হন সিমিলানের ইয়র্কারে। ভারতকে অবশ্য তাড়া করল দুর্ভাগ্যও। জমাট দেখানো তিলক ভার্মার (২০) সজোরে শট অনবদ্য দক্ষতায় একহাতে তালুবন্দি করলেন একস্ট্রা কভারে দাঁড়ানো মিলার। পাঁচে নামা অক্ষর (২৭) খেলছিলেন ভালোই। কিন্তু হার্দিক পান্ডিয়ার সোজা শট বোলারের আঙুল ছুঁয়ে ভাঙল নন-স্ট্রাইকার প্রান্তের স্টাম্প। অক্ষর তখন ক্রিজ থেকে অনেকটাই দূরে। সাতে নামা রিঙ্কু সিং (৯) রান পাননি। ৮৭ রানে ছয় উইকেট পড়ার পর হার্দিক হাল ধরলেন। ৪৫ বলে তাঁর অপরাজিত ৩৯ রানে রয়েছে চারটি চার ও একটি ছয়। তবে এই ম্যাচ তুলে ধরল টিম ইন্ডিয়ার ব্যাটিং গভীরতার অভাবের সঙ্গে ডেথ ওভারে পেসারদের অপদার্থতাকে। পাশাপাশি, তুমুল সমালোচিত সূর্যের নেতৃত্বও। 
22d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা