কলকাতা

ফিল্মি কায়দায় হাওড়া স্টেশন থেকে অপহরণ যুবককে, উদ্ধার নিউ বারাকপুরে, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ফিল্মি কায়দায় হাওড়া স্টেশনের সামনে থেকে অপহরণ করে নিউ বারাকপুরে একটি কারখানায় আটকে রাখা হয়েছিল এক যুবককে। এই অভিযোগে গ্রেপ্তার হল তিনজন। উদ্ধার হয়েছে অপহৃত যুবক শেখ নাজির হাসান। ধৃতদের নাম সলমন মণ্ডল, তারক দাস এবং তারক পাল। এদের বাড়ি বনগাঁ, হাবরা এবং অশোকনগরে। তিনজনই নিউ বারাকপুরের বিলকান্দা যুগবেড়িয়ায় একটি ডাইং কারখানায় কাজ করত। সলমন ওই কারখানার ম্যানেজার ছিল। তাদের সঙ্গেই কাজ করতেন হুগলির আরামবাগ খানাকুলের বাসিন্দা শেখ নাজির হাসান। জানা গিয়েছে, নাজিরের মাধ্যমে লক্ষাধিক টাকা শেয়ারে বিনিয়োগ করে ধৃত তিনজন। প্রথম দিকে কিছু লাভ করলেও পরে ক্ষতির সম্মুখীন হয় তারা। এরপর তাদের সব আক্রোশ গিয়ে পড়ে নাজিরের উপর। বিনিয়োগ করা ওই টাকা ফেরতের জন্য নাজিরকে তারা চাপ দিতে থাকে। কিন্তু নাজির পরিষ্কার জানিয়ে দেন, শেয়ার মার্কেটের ওঠানামার উপর সবটা নির্ভর করছে। পরে যদি বাজারদর বৃদ্ধি পায় তাহলে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও নাজিরের কথায় তাদের মন ভেজেনি। নাজিরের থেকে টাকা আদায়ের জন্য চার মাস আগে তাঁকে বিলকান্দার ওই কারখানাতেই আটকে রাখা হয় বলে অভিযোগ। কোনওমতে সেখান থেকে পালিয়ে তিনি বাড়ি ফেরেন। পরবর্তীতে তামিলনাড়ুতে কাজে যান।
এরপর বৃহস্পতিবার রাতে বাড়ি আসার জন্য হাওড়া স্টেশনে নামেন নাজির। কোনওভাবে ওই তিন যুবকের কানে সেই খবর পৌঁছয়। নাজিরের কথায়, হাওড়া স্টেশন থেকে বেরতেই পার্কিং লটের কাছ থেকে তাঁর মুখ চেপে গাড়িতে তুলে বিলকান্দার কারখানায় নিয়ে এসে আটকে রাখা হয়। মারধরের পাশাপাশি প্রথমে ৫০ হাজার টাকা, পরে আরও সাড়ে চার লক্ষ টাকা দাবি করে তারা। নাজিরের বক্তব্য, দিদি ৪০ হাজার টাকা ফোনে পাঠালেও ফোনটি ওরা হাতিয়ে নিয়েছিল।
বিপদ বুঝে নাজিরের পরিবার প্রথমে খানাকুল থানা এবং পরে নিউ বারাকপুর থানায় যোগাযোগ করে। শুক্রবার সকালে পুলিস ওই কারখানা থেকে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। নাজিরকেও তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বারাকপুরের ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা বলেন, তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সঙ্গে আর কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা