খেলা

ছন্দ ধরে রাখাই লক্ষ্য সঞ্জুদের

জিকেরবেরহা: সঞ্জু স্যামসনের দুরন্ত শতরান ও স্পিনারদের দাপটে প্রথম টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬১ রানে হারিয়েছে ভারত। তবে চার ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেলেও ব্যাটিং নিয়ে উদ্বেগ রয়েছে ভারতীয় শিবিরে। ডারবানে সঞ্জুর ধুমধাড়াক্কা বাদ দিলে আর কারও ব্যাটে বড় রান আসেনি। তা নাহলে টিম ইন্ডিয়ার স্কোরবোর্ড আরও উজ্জ্বল দেখাত। তবে বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণোইয়ের স্পিন-জালে বিপক্ষ আত্মসমর্পণ করায় জয় আসে অনায়াসে। 
রবিবার জিকেরবেরহায় সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে নামছে দু’দল। বিশ্বচ্যাম্পিয়নরা ২-০ করতে মরিয়া। তবে টিম ইন্ডিয়াকে ভাবাচ্ছে ওপেনার অভিষেক শর্মার ধারাবাহিক ব্যর্থতা। জিম্বাবোয়ের বিরুদ্ধে ৪৭ বলে শতরানের পর বাঁ হাতির স্কোর যথাক্রমে ০, ১০, ১৪, ১৬, ১৫, ৪ ও ৬। যশস্বী জয়সওয়ালের বিকল্প হিসেবে অভিষেককে তৈরি রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু আস্থার মর্যাদা রাখতে পারছেন না বাঁহাতি ব্যাটার। আর এক ওপেনার সঞ্জু অবশ্য টানা দ্বিতীয় সেঞ্চুরিতে নিজের জায়গা অনেকটাই পাকা করে ফেলেছেন। ম্যাচের সেরা হয়ে তিনি সাফ বলেছেন, ‘কেরিয়ারে বহুবার ব্যর্থ হয়েছি। এমন পরিস্থিতিতে নিজের ক্ষমতা নিয়ে সংশয় তৈরি হয়। আইপিএলে ভালো খেলেও কেন দেশের হয়ে সাফল্য পাচ্ছি না, মনের মধ্যে সেই প্রশ্ন ঘুরপাক খেত রাতদিন। তবে বিশ্বাস হারাইনি। ক্রিজে থাকলে কী করতে পারি, তা জানি। অধিনায়ক সূর্যকুমার যাদবের পাশাপাশি কোচ গৌতম গম্ভীর এবং ভিভিএস লক্ষ্মণ স্যার সাহস জুগিয়েছেন। ওঁদের কথায় ভরসা পেয়েছি।’
অধিনায়ক সূর্য শুক্রবার বড় রানের সুযোগ নষ্ট করেছেন। একই কথা প্রযোজ্য তিলক ভার্মার জন্যও। হতাশ করেন হার্দিক পান্ডিয়া ও রিঙ্কু সিং। মাত্র ৩৬ রানে পড়ে যায় শেষ ছয় উইকেট। তাই স্লগ ওভারে ঝড় ওঠেনি। অবশ্য দুই স্পিনার বরুণ ও বিষ্ণোই দারুণ বোলিং করেছেন। দুই পেসার আভেশ, অর্শদীপও ভরসা জুগিয়েছেন। রবিবারও সেই ছন্দ বজায় রাখাই তাঁদের লক্ষ্য। 
 ম্যাচ শুরু সন্ধে ৭-৩০ মিনিটে। স্পোর্টস ১৮ চ্যানেলে সম্প্রচার।
23d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা