কলকাতা

বোনের কাছে যেতে পারল না দাদা, কেউ চাকরি নিয়ে পড়লেন সংশয়ে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা, সংবাদদাতা, উলুবেড়িয়া : ভাইফোঁটার দিন সময় পাননি। এই শনিবার ফোঁটা নিতে খড়্গপুরে বোনের বাড়ি যাবেন বলে ট্রেন ধরতে সকাল ছ’টা নাগাদ এলেন হাওড়ায়। সাতটা ২০ মিনিটে আসবে খড়্গপুর লোকাল। স্টেশনে তখনই থিকথিকে ভিড়। সবাই ডিসপ্লে বোর্ডের দিকে তাকিয়ে। কিন্তু ট্রেন চলাচল সংক্রান্ত সঠিক তথ্য দেখাচ্ছে না। সাতটা ২০ বাজল। তারপর আটটা ২০। ন’টা বাজল। ট্রেন এল না। কেন দেরি হচ্ছে? কোনও ঘোষণা নেই রেলের তরফে। বোন উপোস করে বসে আছে। দাদা গজরাচ্ছেন, কখন আসবে ট্রেন? সকালের ঠান্ডা আবহাওয়াতেও টেনশনে কপালে ঘাম।
হাওড়ায় সকাল থেকেই ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে যাত্রীদের। পূর্বা এক্সপ্রেস ও ব্যান্ডেল লোকাল ও পূর্ব রেলের ট্রেন কখন ছাড়বে সে সংক্রান্ত ঘোষণা কান ঝালাপালা করে দিচ্ছে সবার। কিন্তু অন্যান্য ট্রেনের কোনও খবর নেই। সাতটা ৩৪ মিনিটে ঘোষণা হল, রেলের তরফে কিছু সমস্যার কারণে ট্রেন দেরিতে চলছে। যাত্রীরা প্রশ্ন তুললেন, ‘তাহলে লোকাল ট্রেন বাতিল কেন?’ এরপর ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল মেদিনীপুর, উলুবেড়িয়া লোকাল বাতিল। জানা গেল, তিনটি দূরপাল্লার ট্রেনের কোনওটিই এখনও ছাড়ে নি। বন্দে ভারতের যাত্রীরা চিৎকার করছেন, ‘এত টাকা দিয়ে টিকিট কেটেছি তাড়াতাড়ি যাব বলে। আড়াই ঘণ্টা হয়ে গেল ট্রেন এখনও ছাড়ল না।’ অভিযোগ, তখনও হাওড়া স্টেশন কর্তৃপক্ষ জানানোর প্রয়োজনই মনে করেনি যে, শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ শালিমারগামী ডাউন সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস নলপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। ফলে ব্যাহত ট্রেন চলাচল। অবশেষে মোবাইল খুলে সে খবর জানলেন যাত্রীরা। তারপর ক্ষোভ আগুনের মতো ছড়িয়ে পড়ল। যাত্রীদের বক্তব্য, ‘ট্রেন যে চলছে না, এটা কেন গোপন রাখছে রেল কর্তৃপক্ষ। যাত্রী বিক্ষোভ ঠেকাতেই কি রেল গোটা বিষয়টি ধামাচাপা দিতে চাইছে।’ দক্ষিণ পূর্ব রেলের এক আধিকারিককে এই প্রশ্ন করা হল। তিনি কোনও উত্তর না দিয়ে এলাকা ছেড়ে চলে গেলেন। হাওড়া শুধু নয়। 
দুর্ঘটনাস্থল এবং আশপাশের স্টেশনগুলিতেও চরম দুর্ভোগের ছবি। নলপুরের বাসিন্দা অনিল পাত্র হাওড়া কদমতলায় যাবেন। অজয় মণ্ডল যাবেন রামরাজাতলায়। দু’জনেই এদিন কর্মস্থলে পৌঁছতে পারেননি ট্রেন নেই বলে। পাঁচলার বাসিন্দা সেখ রফিকুল পাঁশকুড়া ষ্টেশন থেকে ইস্টকোস্ট এক্সপ্রেস ধরবেন। কিন্তু লোকাল ট্রেন বন্ধ থাকায় পাঁশকুড়া পৌঁছনো নিয়ে সংশয়ে পড়েন। নলপুরে বসে বললেন, ‘পাঁশকুড়া পৌঁছতে না পারলে ট্রেন মিস হয়ে যাবে। হায়দরাবাদ যাওয়া যাবে না। চাকরি নিয়ে বড় সমস্যা হবে।’ হাওড়ায় তখন আড়াই ঘণ্টা ঠায় অপেক্ষা করে বাড়ি ফেরার পথ ধরলেন দাদা। ওদিকে বোনের মনখারাপ করে বসে বোন।
দুর্ঘটনার পর বাস ধরার ভিড়। 
3d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম বিদ্যালাভের যোগ আছে। কাজকর্মে উন্নতি ও কাজে আনন্দলাভ। অর্থাগমের উত্তম যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৬.৬৭ টাকা১১০.৪৩ টাকা
ইউরো৮৮.২৪ টাকা৯১.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা