দেশ

কোভিডপর্বে কোটি টাকার দুর্নীতি ইয়েদুরাপ্পার বিরুদ্ধে মামলার সুপারিশ, কর্ণাটকে বেকায়দায় গেরুয়া শিবির

বেঙ্গালুরু: কোভিড পর্বে বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতি। এই অভিযোগ ঘিরে বিপাকে কর্ণাটক বিজেপি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা ও তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী শ্রীরামুলুর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর সুপারিশ করল প্রাক্তন বিচারপতি মাইকেল ডি কুনহার তদন্ত কমিশন। শনিবার একথা জানিয়েছেন কর্নাটকের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও। তাঁর বক্তব্য, করোনাকালে চিকিৎসার সরঞ্জাম ও ওষুধপত্র কেনার নামে কার্যত কোটি কোটি টাকা লুট করেছে তৎকালীন বিজেপি সরকার। তদন্ত কমিশনের রিপোর্টে সেই বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে।  কংগ্রেসের অভিযোগ সঠিক বলেও জানা গিয়েছে।  স্বাস্থ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, ওই দুর্নীতির ঘটনায় প্রাক্তন মন্ত্রী বা আধিকারিক, কাউকেই রেয়াত করা হবে না। মৃতদেহ নিয়ে যারা ব্যবসা করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি জমি দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে চাপ বাড়িয়েছে বিরোধী দল বিজেপি। এবার কোভিড কালে  দুর্নীতির অভিযোগ নিয়ে বেকায়দায় পড়ল বিজেপি। 
রাজ্যের তৎকালীন বিজেপি সরকারের বিরুদ্ধে কোভিড ফান্ডে ব্যাপক বেনিয়মের অভিযোগ ওঠে। মাস্ক, ওষুধ, অক্সিজেন সিলিন্ডার সহ নানা সামগ্রী কেনার ক্ষেত্রে তৎকালীন মুখ্যমন্ত্রী ও তাঁর সরকারের মন্ত্রী ও আধিকারিকরা কোটি কোটি টাকা নয়ছয় করেন বলে অভিযোগ। স্বাস্থ্যমন্ত্রীর দাবি, টেন্ডার ছাড়াই চিন থেকে চড়া দামে পিপিই কিটও কেনা হয়েছিল। এর জেরে প্রায় ১৪ কোটি টাকা আত্মসাত করা হয়। কংগ্রেস ক্ষমতায় এসে প্রাক্তন বিচারপতি মাইকেল ডি কুনহার নেতৃত্বে ওই দুর্নীতির অভিযোগ নিয়ে একটি তদন্ত কমিশন গঠন করে।  ৩১ আগস্ট প্রাথমিক রিপোর্ট জমা দেয় কমিশন। পরবর্তী পদক্ষেপের জন্য কংগ্রেস সরকার একটি বিশেষ তদন্তকারী দল ও  সাত সদস্যের ক্যাবিনেট সাব কমিটি গঠন করে।  এদিন কমিশনের বিচার প্রক্রিয়া শুরুর সুপারিশের কথা জানানোর পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী বলেন ‘ক্ষমতায় থাকার সুবাদে পুরো পরিস্থিতির ফায়দা তুলেছে তৎকালীন বিজেপি সরকার। বিরোধী দল হিসেবে সেইসময় আমরা বিষয়টি নজরে আনার চেষ্টা করেছিলাম। এবার জোরকদমে তদন্ত শুরু হয়েছে।’
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম বিদ্যালাভের যোগ আছে। কাজকর্মে উন্নতি ও কাজে আনন্দলাভ। অর্থাগমের উত্তম যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৬.৬৭ টাকা১১০.৪৩ টাকা
ইউরো৮৮.২৪ টাকা৯১.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা