দেশ

তৃণমূল সদস্যদের প্রশ্নবাণে কোণঠাসা অবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তৃণমূলের চাপে মঙ্গলবার সংসদীয় কমিটির বৈঠকে কোণঠাসা হয়ে পড়ল বিজেপি। এমনকী তারা পাশে পেল না শরিক দল টিডিপি-কে। কমিটির বৈঠকে যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে আলোচনার দাবি জানিয়ে আসছে তৃণমূল। সেই দাবিকে এদিন সমর্থন করে চন্দ্রবাবু নাইডুর দল। 
তৃণমূল সদস্যদের করা বিভিন্ন প্রশ্নের সঠিক জবাব দিতে পারলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন সহ মন্ত্রকের ৪৭ অফিসারও। ‘জেনে পরের বৈঠকে বলতে পারব’ বলে কোনওরকমে তাঁরা পরিস্থিতি সামাল দেন বলে জানা গিয়েছে।
বিশ্বস্ত সূত্রে খবর, এদিনের বৈঠকে রিপোর্ট দিতে গিয়ে স্রেফ মোদি সরকারের কাজের সাফল্য ও ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরার দিকে জোর দিয়েছিলেন মন্ত্রকের আধিকারিকরা। কিন্তু নারী নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিষয়টি এড়িয়ে যাওয়ায় সোচ্চার হন তৃণমূলের লোকসভার সাংসদ কাকলি ঘোষদস্তিদার। তাঁকে সমর্থন করে দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন অফিসারদের উদ্দেশ্যে বলেন, ‘সরকারের হয়ে স্রেফ মেজর অ্যাচিভমেন্ট এবং ভিশনের নামে গালগল্প না করে প্রকৃত সত্যটা বলুন। এটাই সংসদীয় কমিটির বৈঠকের নিয়ম। কেন যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে আলোচনা হবে না? কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে আলোচনাতে আপত্তি কীসের?’ সূত্রে খবর, এদিনের বৈঠকে সীমান্ত সুরক্ষা নিয়ে আলোচনার সময়ও সরব হন কাকলিদেবী। তিনি প্রশ্ন তোলেন, ‘সীমান্তে নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রের। তাহলে অনুপ্রবেশের জন্য কেন রাজ্যের দিকে আঙুল তোলা হয়? সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে কেনই বা রাজ্য পুলিসের সঙ্গে বৈঠক করা হয় না?’ পশ্চিমবঙ্গের সঙ্গে নেপাল, ভুটান ও বাংলাদেশ, এই তিন দেশের সীমান্ত রয়েছে। তার জন্য রাজ্য সরকারকে বছরে ৫০০ কোটি টাকা দেওয়া উচিত কেন্দ্রের বলেও দাবি করেন তৃণমূল সাংসদ।
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা