দেশ

‘ডিজিটাল অ্যারেস্ট’ ব্যবসায়ী, পুলিসের তৎপরতায় রক্ষা

ভোপাল: ডিজিটাল অ্যারেস্ট নিয়ে দেশবাসীকে সতর্ক করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরেও দেশের নানা প্রান্তে ডিজিটাল অ্যারেস্টের ঘটনা সামনে আসছে। তবে পুলিসি তৎপরতায় বড়সড় আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেলেন ভোপালের এক ব্যবসায়ী। সূত্রের খবর, ওই ব্যবসায়ীর যাবতীয় কারবার মূলত দুবাইতেই। ঘটনার দিন তিনি ভোপালে নিজের বাড়িতে ছিলেন। তখনই তাঁকে ফোন করে প্রতারকরা। নিজেদের ট্রাই, মুম্বই সাইবার ক্রাইম ব্রাঞ্চ এবং সিবিআইয়ের আধিকারিক পরিচয় দেয়। ওই ব্যবাসায়ী নাকি নিজের আধার কার্ড ব্যবহার করে একাধিক ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিলেন। সেই নিয়েই তারা জিজ্ঞাসাবাদ করতে চায় বলে জানায়। প্রথমে তাকে ‘স্কাইপি’ অ্যাপ ইনস্টল করতে বলা হয়। এরপর কয়েক ঘণ্টা ধরে চলে ‘জিজ্ঞাসাবাদ’। এর ফাঁকে ব্যবসায়ীর থেকে ব্যক্তিগত এবং আর্থিক নানা গুরুত্বপূর্ণ তথ্য তারা জেনে নেয়।যদিও বিষয়টির উপর নজর রাখছিল পুলিস। মধ্যপ্রদেশ পুলিসের সাইবার সেলের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল যোগেশ দেশমুখ জানান, এই সংক্রান্ত একটি অ্যালার্ট পেয়েই ঘটনাস্থল ট্র্যাক করে রওনা হয় পুলিসের টিম। এরপর ওই ব্যবসায়ীকে প্রতারকদের হাত থেকে মুক্ত করা হয়। তিনি বলেন, ‘প্রতারকদের কাছে পরিচয়পত্র দেখাতে বলার পরই তারা ভিডিও কল কেটে দেয়।’ প্রতারণার হাত থেকে মুক্ত হয়ে স্বস্তির শ্বাস ফেলছেন ওই ব্যবসায়ী। 
16h 16m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা