দেশ

চেন্নাইয়ের হাসপাতালে চিকিৎসককে পর পর ৭ বার ছুরির কোপ, গ্রেপ্তার অভিযুক্ত

চেন্নাই, ১৩ নভেম্বর: কর্তব্যরত চিকিৎসককে পর পর সাতবার কোপানোর অভিযোগ উঠল এক রোগিণীর ছেলের বিরুদ্ধে। আজ, বুধবার সকালে ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের একটি হাসপাতালে। আহত ওই চিকিৎসকের নাম ডাঃ বালাজি। গুরুতর আহত অবস্থায় তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিস। তার নাম ভিগনেশ (২৬)।
পুলিস সূত্রে খবর, ভিগনেশের মা বেশ কয়েক মাস আগে ক্যানসারে আক্রান্ত হয়ে এই হাসপাতালেই ভর্তি ছিলেন। কিন্তু ভিগনেশের অভিযোগ, বালাজি তাঁর মাকে ভুল ওষুধ দিয়েছিলেন। এর প্রতিশোধ নিতেই ভিগনেশ বালাজির উপর হামলা চালায় বলে অভিযোগ। হাসপাতালের মধ্যেই ভিগনেশ পর পর সাতবার বালাজিকে এলোপাথাড়ি কোপায়। এরপরই সে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। তবে হাসপাতালের নিরাপত্তারক্ষীদের হাতে সে ধরা পড়ে যায়। পরে তাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
অন্যদিকে, ঘটনাটি প্রকাশ্যে আসার পরই এর নিন্দা জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তিনি বলেন, “এক রোগিণীর বাড়ির সদস্য ডাঃ বালাজিকে এলোপাথাড়ি কোপান। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ডাঃ বালাজি বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন। এই ঘটনার যথাযথ তদন্ত করা হবে।”
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা