দেশ

নোটিস না দিয়ে ভাঙা যাবে না সম্পত্তি, সুপ্রিম কোর্টে ভর্ৎসিত ‘বুলডোজার শাসন’

নয়াদিল্লি, ১৩ নভেম্বর: ‘বুলডোজার শাসন’ নিয়ে কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আজ, বুধবার এ বিষয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে দেশের শীর্ষ আদালত। আদালতের কড়া পর্যবেক্ষণ, রাজ্যের পুলিস-প্রশাসন কোনও ব্যক্তিকে ‘দোষী’ সাব্যস্ত করতে পারে না। পাশাপাশি, ‘বিচারক’ হয়ে অভিযুক্ত ব্যক্তির সম্পত্তি ধ্বংস করার সিদ্ধান্তও নিতে পারে না পুলিস-প্রশাসন। কোনও ব্যক্তি ‘দোষী’ সাব্যস্ত হলে তাঁর বাড়ি বা সম্পত্তি বুলডোজার দিয়ে ভেঙে ফেলার যে সিদ্ধান্ত নেওয়া হয়, তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয়েছিল। আজ, বুধবার বিচারপতি বিআর গভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ এই মামলার রায় শোনাল।
সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চের নির্দেশ, ১৫ দিন আগে থেকে নোটিস না দিয়ে কোনও ব্যক্তির সম্পত্তি ধ্বংস করা যাবে না। শীর্ষ আদালত আরও জানিয়েছে, ওই নোটিসে নির্মাণের প্রকৃতি, আইন লঙ্ঘনের বিশদ বিবরণ এবং উচ্ছেদের কারণ অন্তর্ভুক্ত করতে হবে। এমনকী ভেঙে ফেলার যাথাযথ ভিডিওগ্রাফিও করা আবশ্যক। যদি এই নির্দেশিকাগুলি লঙ্ঘন করা হয়, তা হলে তা আদালত অবমাননা হিসেবে গ্রাহ্য হবে।
সুপ্রিম কোর্ট ‘বুলডোজার নীতি’-কে ভর্ৎসনা করে জানায়, পুলিস-প্রশাসন আইনকে হাতে তুলে নিয়ে কোনও ব্যক্তিকে কখনই ‘দোষী’ সাব্যস্ত করতে পারে না। প্রসঙ্গত, উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রধানত এই ‘বুলডোজার শাসন’ দেখা যায়। এর আগেও এই নীতি নিয়ে একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকেই আ‌ড়া঩লে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ‘বুলডোজার বাবা’ বলেও সম্বোধন করেন।
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা