কলকাতা

শ্লীলতাহানিতে অভিযুক্ত প্রধান শিক্ষক, স্কুলের শিক্ষকদের আটকে রেখে বিক্ষোভ কাকদ্বীপে

সংবাদদাতা, কাকদ্বীপ: স্কুলের অফিসঘরের ভিতরে শিক্ষকদের রেখে বাইরে থেকে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানার একটি প্রাথমিক বিদ্যালয়ে। প্রায় দুই ঘণ্টা ধরে অফিসঘরের ভিতরে শিক্ষকদের আটকে রাখা হয়। পরে পুলিস এসে তাঁদের উদ্ধার করে।
কিছুদিন আগে ওই প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক এক নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে। ওই ছাত্রীর পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে থানায় মামলাও হয়। কিন্তু পরে অভিযুক্ত শিক্ষক জামিন পেয়ে যান। জামিন পাওয়ার পর শনিবার সকালে তিনি ফের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিতে যান। তাঁকে দেখে ওই এলাকায় শোরগোল পড়ে যায়। অভিভাবকরা স্কুলের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এমনকী পরে অফিসঘরে তালা লাগিয়ে দিয়ে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন।
এ বিষয়ে বিক্ষোভকারী এক অভিভাবক তনুশ্রী মিস্ত্রি বলেন, এক ছাত্রী কিছুতেই স্কুলে যেতে চাইত না। সে কাউকে মন খুলে কিছু বলতেও পারত না। স্কুলের ওই প্রধান শিক্ষক ছাত্রীটির সঙ্গে খুব খারাপ ব্যবহার করতেন। 
ছাত্রীকে অশ্লীল কথা বলতেন। কিছুদিন আগে ওই ছাত্রীর শ্লীলতাহানিও করেন। জামিন পেয়ে ওই শিক্ষক আবার বিদ্যালয়ে এসেছেন। কিন্তু কোনও গ্রামবাসী আর ওই শিক্ষককে মেনে নিতে পারছেন না। ওই শিক্ষক বিদ্যালয় এলে কেউ আর ছাত্র-ছাত্রীদের স্কুলে পাঠাব না। 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা