কলকাতা

নৈহাটিতে ভোটপ্রচারে চড়ছে পারদ

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নৈহাটি বিধানসভার উপনির্বাচন ঘিরে চলছে হাই ভোল্টেজ প্রচার। তবে প্রচারে কয়েক কদম এগিয়ে তৃণমূল। রোজই হচ্ছে রোড শো ও সভা। ইতিমধ্যে পদযাত্রা ও সভা করে গিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম, শশী পাঁজা, স্নেহাশিস চক্রবর্তী, রথীন ঘোষ, মদন মিত্র। শনিবার প্রচার করেন শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, সায়নী ঘোষ প্রমুখ। প্রচারের বাকি রয়েছে দু’দিন। আসবেন মন্ত্রী অরূপ বিশ্বাস সহ বিধায়করা। বিজেপিও দিলীপ ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, শমীক ভট্টাচার্যদের প্রচারে নামিয়েছে।
তবে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে, প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে অবশ্য নৈহাটিতে প্রচারে দেখাই যাচ্ছে না। এ ব্যাপারে সাংসদ পার্থ ভৌমিকের কটাক্ষ, তাহলে কি বিজেপি স্বীকার করে নিল, ২০১৯’এর অত্যাচার ফিরে আসার আশঙ্কায় মানুষ বয়কট করেছে অর্জুনকে? তাই তারাও (বিজেপি) ভয় পাচ্ছে, তাঁকে প্রচারে রাখতে! প্রসঙ্গত উল্লেখ্য, ছট পুজোয় পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দলীয় প্রার্থী রূপক মিত্রকে সঙ্গে নিয়ে অর্জুন সিংকে গঙ্গা বক্ষে দেখা গেলেও, এখনও সেভাবে প্রচারে ঝাঁপিয়ে পড়তে দেখা যায়নি। অবশ্য অর্জুন সিং বলেন, পার্টির দায়িত্বে রয়েছি। যে কাজ করার করছি। শুধু মাইক বাজালে ভোট হয় না। আমি সভা না করায় পার্থ ভৌমিকের তো খুশি হওয়ার কথা।
তবে সিপিআইএম লিবারেশনের প্রার্থী দেবজ্যোতি মজুমদারের হয়ে প্রচার করছেন মহম্মদ সেলিম, দীপঙ্কর ভট্টাচার্যরা। নতুন প্রতীক চেনাতে হিমশিম খেতে হচ্ছে সিপিএম কর্মীদের। এখন দেখার, বামপন্থী ভোটারদের ভোট লিবারেশেনের প্রার্থীর বাক্সে পড়ে না অন্য কেউ টেনে নেয়। কংগ্রেসের সঙ্গে জোট হয়নি সিপিএমের। আলাদা দাঁড়িয়েছে কংগ্রেস। কংগ্রেস প্রার্থী পরেশ সরকারের হয়ে প্রচার করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সব মিলিয়ে নৈহাটিতে ভোটের পারদ চড়তে শুরু করেছে। কাল, সোমবার ছ’টা পর্যন্ত প্রচারের সময়সীমা রয়েছে। প্রচারের শেষ লগ্নে বারাকপুর শিল্পাঞ্চলের ১৩ জন বিধায়ককে সঙ্গে নিয়ে বড় মিছিলের পরিকল্পনা করেছেন সাংসদ পার্থ ভৌমিক।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা