বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

বর্ষসেরা দলে বুমরাহ, জাদেজা ও যশস্বী

দুবাই: আইসিসি’র বর্ষসেরা টেস্ট দলে জায়গা পেলেন তিন ভারতীয়। তাঁরা হলেন পেসার যশপ্রীত বুমরাহ, অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও ওপেনার যশস্বী জয়সওয়াল। তবে আইসিসি’র বর্ষসেরা ওডিআই দলে নেই ভারতের কোনও ক্রিকেটার। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে এই তথ্য নিঃসন্দেহে অস্বস্তিকর। আসলে গত বছর মাত্র তিনটি ওডিআই খেলেছিল টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কায় সফরের সেই সিরিজে দু’টি ম্যাচে হারে গম্ভীর-ব্রিগেড। তৃতীয় ম্যাচটি টাই হয়। আইসিসি’র একাদশে জায়গা পাওয়ার মতো পারফরম্যান্সও ছিল না কারও।
তবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বর্ষসেরা টেস্ট দলে বুমরাহর জায়গা করে নেওয়াটা প্রত্যাশিতই। সদ্যসমাপ্ত বর্ডার-গাভাসকর ট্রফিতে তাঁর সংগ্রহ ৩২ উইকেট। গত বছর বুমরাহ শুরু করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে চার ম্যাচে ১৯ উইকেট নিয়ে। সবমিলিয়ে ২০২৪ সালে ‘বুমবুম’ নেন ৭১টি টেস্ট উইকেট। সেটাও চোখ কপালে ওঠার মতো ১৪.৯২ গড়ে। তিনিই ছিলেন এই ফরম্যাটে গত বছরের সর্বাধিক উইকেট শিকারী। তবে দেশে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে নিষ্প্রভ দেখায় বুমরাহকে। নেন মাত্র তিনটি উইকেট। তবে ডনের দেশে দুরন্ত ধারাবাহিকতা দেখান। যশস্বী আবার ওপেনিংয়ে তাক লাগিয়ে দিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ২৩ বছর বয়সি বাঁ-হাতি করেন ৭১২ রান। তার মধ্যে দুটো দ্বিশতরান ও তিনটি অর্ধশতরান ছিল। অস্ট্রেলিয়ায় পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাটে আসে ১৬১। সিরিজে তাঁর সংগ্রহ ৩৯১। সার্বিকভাবে গত ক্যালেন্ডার বর্ষে ৫৪.৭৪ গড়ে যশস্বী করেন ১৪৭৮ রান।
11d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা